কেউ ঝেঁপে দিচ্ছে না তো! জানুন এপ্রিলে রেশন কার্ডে কত পরিমাণ মাল পাবেন

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড (Ration Card) মারফত খাদ্য সামগ্রী দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে মূলত খাদ্য সামগ্রীর পরিমাণের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুসারে কত পরিমাণ খাদ্য সামগ্রী আপনার প্রাপ্য তা জেনে রাখা দরকার। আর তা না হলে কেউ যদি আপনার প্রাপ্য খাদ্য সামগ্রী ঝেঁপে দেয় আপনি বুঝতে পারবেন না। যে কারণে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে কোন রেশন কার্ডে কত পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হবে তার তালিকা প্রকাশ করা হয়েছে।

AAY : সম্পূর্ণ বিনামূল্যে মাথা পিছু ৩ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা দেওয়া হবে। আটার পরিবর্তে গম দেওয়া হলে তা হবে পরিবার পিছু ১৪ কেজি। চিনি ১৩.৫০ টাকা কিলো দরে পরিবার পিছু পাওয়া যাবে ১ কেজি।

PHH : সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা দেওয়া হবে। আটার পরিবর্তে গম দেওয়া হলে তা হবে মাথা পিছু ২ কেজি।

SPHH : সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা দেওয়া হবে। আটার পরিবর্তে গম দেওয়া হলে তা হবে মাথা পিছু ২ কেজি।

RKSY-1 : মাথাপিছু চাল দেওয়া হবে ৫ কেজি করে। চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

RKSY-2 : সম্পূর্ণ বিনামূল্যে মাথাপিছু চাল দেওয়া হবে দু’কেজি করে।

পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে এই যে তালিকা প্রকাশ করা হয়েছে এর থেকে যদি কোথাও কোনোরকম কম খাদ্য সামগ্রী দেওয়া হয় তাহলে অভিযোগ জানানো যেতে পারে 1967 অথবা 18003455505 নম্বরে। এছাড়াও WhatsApp Chatbot নম্বর চালু করা হয়েছে, যেটি হল 9903055505।