রেশনে বড় বদল, দেখে নিন আগস্টে কোন কার্ডে মিলবে কত পরিমাণ খাদ্যসামগ্রী

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থার (Ration) মধ্য দিয়ে দেশের ৮০ কোটির বেশি মানুষ উপকৃত হচ্ছেন। এক সময় কেবলমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে থাকা রেশন গ্রাহকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হতো। কিন্তু করোনা কাল থেকে এই ক্ষেত্রে পরিবর্তন আসে এবং প্রত্যেক ক্যাটাগরির মধ্যে থাকা উপভোক্তাদেরই বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু হয়। এক্ষেত্রে সেই সকল মানুষেরা সবচেয়ে বেশি উপকৃত যারা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে রয়েছেন।

তবে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া হলেও বিভিন্ন সময় অভিযোগ ওঠে সেই সকল রেশন সামগ্রী নিয়ে কারচুপি করার। মূলত রেশন ডিলারদের বিরুদ্ধেই অধিকাংশ সময় এমন অভিযোগ উঠতে দেখা যায়। এই সকল অভিযোগের যাতে অবসান ঘটে তার জন্য প্রতি মাসেই একটি করে তালিকা প্রকাশ করা হয় এবং সেই তালিকায় জানিয়ে দেওয়া হয় কোন ক্যাটাগরির উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন। সেই তালিকা অনুযায়ী দেখে নেওয়া যাক আগস্ট মাসে কোন উপভোক্তারা কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন।

১) RKSY-I : এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে কার্ড পিছু ৫ কেজি করে চাল পাবেন। অর্থাৎ এই ক্যাটাগরির কার্ড রয়েছে এমন কোনো পরিবারের সদস্য সংখ্যা যদি ৫ হয় তাহলে ওই পরিবার আগস্ট মাসে ২৫ কিলো চাল পাবেন।

২) RKSY-II : এই ক্যাটাগরির রেশন কার্ড ধারীরা সবচেয়ে কম পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। আগস্টে এই কার্ডের উপভোক্তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হচ্ছে।

৩) PHH ও SPHH : এই দুই ক্যাটাগরির রেশন কার্ড গ্রাহকরা অগাস্ট মাসে মাথাপিছু ৩ কেজি করে চাল, ১.৯ কেজি করে আটা বা ২ কেজি করে গম বিনামূল্যে পেয়ে যাবেন।
৪) AAY : এই ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পেয়ে থাকেন। এই কার্ড রয়েছে এমন ব্যক্তিদের আগস্টে পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩০০ কেজি গম একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন। অন্যদিকে চিনি কিনতে চাইলে ১৩.৫০ টাকা কেজি দরে কিনতে হবে।