Ration Card Benefits: শুধু চাল, গম নয়! রেশন কার্ড থাকলেই মিলবে আরো ৬ প্রকল্পের সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি মানুষের অন্ন সংস্থানের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি রেশন (Ration) ব্যবস্থা চালু করেছে। সরকারের এমন ব্যবস্থার সুবিধা পেতে উপভোক্তাদের কাছে থাকতে হয় রেশন কার্ড (Ration Card)। তবে রেশন কার্ড মানেই চাল, গম ইত্যাদি বুঝে থাকেন অধিকাংশ নাগরিকরা। কিন্তু তা নয়, রেশন কার্ড (Ration Card Benefits) আরো অনেক সুবিধা প্রদান করে থাকে উপভোক্তাদের।

১) কেন্দ্র সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো পিএম বিশ্বকর্মা যোজনা। যে প্রকল্পের মধ্য দিয়েই মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় যদি উপভোক্তাদের কাছে রেশন কার্ড থাকে।

২) প্রাকৃতিক দুর্যোগ অথবা প্রতিকূল পরিস্থিতির কারণে বহু সময় দেশের কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় এবং তাদের মাথায় হাত দিতে হয়। এমন ঘটনা থেকে কৃষকদের রক্ষা করার জন্য ২০১৬ সালে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার জন্য কৃষকদের রেশন কার্ড থাকতে হয়।

৩) কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সাধারণ নাগরিক এবং কৃষকদের জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি যোজনা। যে সকল ভারতীয় নাগরিকদের কাছে রেশন কার্ড রয়েছে তারা সরকারের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করাতে পারেন।

৪) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের আওতায় স্বনির্ভর হওয়ার জন্য পুরুষ অথবা মহিলাদের যে ২ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়ে থাকে সেই ঋণের টাকা পাওয়া যেতে পারে রেশন কার্ড থাকলেই। এই প্রকল্পের আওতায় আবেদনের জন্য রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন 👉 Ration Rules: বন্ধ ফ্রি’র রেশন! বাদ পড়বেন কোটি কোটি গ্রাহক! মাথায় হাত কেন্দ্রের নয়া সিদ্ধান্তে

৫) কেন্দ্র সরকারের তরফ থেকে অসংগঠিত শ্রমিকদের ৬০ বছরের পর পেনশন দেওয়ার জন্য যে কেন্দ্রীয় শ্রমিক সুরক্ষা কার্ড প্রকল্প চালু করা হয়েছে তার সুবিধাও পাওয়া যায় রেশন কার্ড থাকলে।

৬) দেশের প্রতিটি মানুষের যেন মাথা গোঁজার ছাদ থাকে তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেন্দ্রে নতুন সরকার গঠন করার পর নতুন করে তিন কোটি বাড়ি তৈরি করে দেওয়ার টার্গেট নিয়েছে কেন্দ্র। আর এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।