Advertisements

Ration Card: রেশন কার্ড থাকলেই যে বিনামূল্যে খাদ্য সামগ্রী মিলবে তা নয়, এটি না থাকলে কিচ্ছু মিলবে না

Shyamali Das

Published on:

শ্যামলি দাস : রেশন কার্ড (Ration Card) এখন দেশের প্রতিটি নাগরিকদের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্ড। রেশন কার্ডের গুরুত্ব সবচেয়ে ভালোভাবে টের পাওয়া গেছে করোনা কাল থেকে। কেননা ঐ সময় থেকে রেশন কার্ড থাকলেই বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া শুরু হয়। এখনো সেই প্রকল্প চলছে। তবে রেশন কার্ড থাকলেই যে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন তা নয়। বিনামূল্যে খাদ্য সামগ্রী পেতে রেশন কার্ড থাকার পাশাপাশি থাকতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ।

Advertisements

রেশন কার্ড রয়েছে এমন নাগরিকদের যেমন কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়, ঠিক সেই রকমই আবার এই রেশন কার্ড নিয়েই দিন দিন বাড়ছে জালিয়াতি। বহু মানুষ রয়েছেন যারা রেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে কালোবাজারির মধ্য দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খাদ্য সামগ্রী হাতিয়ে নিচ্ছেন। আর এই সকল কালোবাজারি ঠেকানোর জন্যই সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।

Advertisements

সরকারের তরফ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া হয় সেই সকল পদক্ষেপের মধ্যে অন্যতম হলো ই-কেওয়াইসি। যে সকল উপভোক্তাদের রেশন কার্ড রয়েছে অথচ তাদের রেশন কার্ডের ই-কেওয়াইসি করা হয়নি তারা যতক্ষণ না পর্যন্ত ই-কেওয়াইসি করাচ্ছেন ততক্ষণ কিচ্ছু পাবেন না। রেশন দোকানে গিয়ে অথবা পাড়ায় পাড়ায় দুয়ারে রেশন ক্যাম্পে গিয়ে খালি হাতে ঘুরে আসতে হবে। যে কারণে রেশন কার্ডের সঙ্গে ই-কেওয়াইসি না করা থাকলে তা অবিলম্বে করিয়ে নেওয়া দরকার।

Advertisements

আরও পড়ুন ? Ration Items WB: আগস্টে রেশনে মিলবে বাড়তি সামগ্রী, কোন কার্ডে কত? দেখে নেওয়া যাক

ই-কেওয়াইসি করানোর মূল উদ্দেশ্য হলো আসল উপভোক্তাদের শনাক্ত করা, ভুয়ো উপভোক্তাদের বাদ দেওয়া, জীবিত নেই এমন উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া ইত্যাদি। ই-কেওয়াইসি যে সকল রেশন দোকান রয়েছে সেখানে গিয়ে করা যাবে। সেখানে এখন সরকারের তরফ থেকে ই-পস মেশিন দেওয়া হয়েছে। যে মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে গুরুত্বপূর্ণ এই কাজটি সেরে ফেলা যাবে। এছাড়াও মোবাইল নম্বর আপডেট, আধার লিঙ্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলা যাবে।

আবার যে সকল গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও লিঙ্ক করানোর কাজটি করতে পারবেন। এছাড়াও মোবাইল নম্বর লিঙ্ক করার কাজও করা যাবে ওই ওয়েবসাইটে। মোবাইল নম্বর সংশোধন, ঠিকানা সংশোধন অথবা নামের ক্ষেত্রে কোন ভুল থাকলে সেই সংশোধনের কাজও করতে পারবেন উপভোক্তারা। সুতরাং রেশন কার্ডের গুরুত্বপূর্ণ এই কাজটি অবিলম্বে সেরে ফেলতে হবে।

Advertisements