নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি হওয়ার পর গরিব মানুষদের জন্য বিনামূল্যে চাল ও গম দেওয়ার বন্দোবস্ত করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। তবে এর পরেই নানান অভিযোগ উঠতে শুরু করেছে, ১লা এপ্রিল থেকে এই সকল সামগ্রী রাজ্য সরকার দিতে শুরু করলেও রেশন ডিলাররা নাকি কেন্দ্র অথবা রাজ্য সরকারের নির্দেশিকাকে অমান্য করছেন। আর এবিষয়ে শনিবার রাজ্য সরকারের তরফ থেকে কড়া বার্তা দিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করার পর ফিরহাদ হাকিম জানান, লকডাউন চলাকালীন রেশন কার্ড অথবা ফুড কুপন আছে এমন প্রতিটি ব্যক্তিকে চাল ও গম দিতে বাধ্য রেশন ডিলাররা। যদি কোন রেশন ডিলার এইসব কোন জিনিস নিয়ে টালবাহানা দেখায় তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, আরকেএসওয়াই-১ এর ১৬ লক্ষ মানুষ রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন।কিন্তু তারা যদি নতুন রেশন কার্ড নাও পেয়ে থাকেন তাহলে ফুড কুপনের মাধ্যমেও ৫ কেজি চাল ও গম পাবেন।
আর লকডাউন চলাকালীন যদি কোন রেশন ডিলার এই সকল পরিষেবা নিয়ে কাউকে হয়রান করে তাহলে অভিযোগ জানানো যাবে কলকাতায় ব্যুরো অফিস ও জেলায় জেলাশাসক, রেশনিং অফিসারের কাছে। অভিযোগ পেলে রাজ্য খাদ্য দপ্তর এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, কেন্দ্র সরকারের তরফ থেকেও রেশন কার্ড নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকায় তারা জানিয়েছে ‘One Nation One Card’ ব্যবস্থা চালু হলে যেকোনো ব্যক্তি দেশের যেকোনো জায়গায় রেশন ডিলারের থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। আর এর জন্য নতুন করে কার্ড করাতে হবে না। পুরাতন কার্ডের মাধ্যমে কাজ হবে।প্রথম প্রথম অনেকেই ভেবেছিলেন এই ব্যবস্থা চালু হলে হয়তো নতুন কার্ড করতে হবে।