এবার রেশন দোকান থেকেই মিলবে লোন, প্যান কার্ড, ভোটার কার্ড

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রেশন দোকান (Ration Shop) এবং রেশন এই দুয়ের মাহাত্ম্য মানুষ সব থেকে বেশি টের পেয়েছে দেশজুড়ে লকডাউন (Lockdown) চলাকালীন। কারণ এই দোকানের মাধ্যমে আমজনতা দীর্ঘ কয়েক মাস ধরে পেয়েছে বিনামূল্যে খাদ্য সামগ্রী। তবে এই রেশন দোকান মানে চাল, ডাল, গম, চিনি, কেরোসিন তেল ইত্যাদি মানুষের চোখের সামনে ছবি হয়ে রয়েছে। কিন্তু এবার সেই ছবিটা সম্পূর্ণভাবে বদলে যেতে পারে।

রেশন দোকানের ছবিটা সম্পূর্ণভাবে বদলে দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে অভিনব এক চিন্তাভাবনা শুরু করা হয়েছে। মূলত রেশন দোকানের আর্থিক পরিষেবা পরিসর আরও বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে আরও বিভিন্ন পরিষেবা প্রদান নিয়ে চলছে কেন্দ্রীয় চিন্তাভাবনা। এসকল চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। আলোচনার পরিপ্রেক্ষিতে তা বাস্তবায়িত হলে রেশন দোকান থেকে পাওয়া যাবে সিএসসি (CSC) পরিষেবা।

ইতিমধ্যেই এই পরিষেবার বিষয়ে চুক্তি হয়ে গিয়েছে। খাদ্য মন্ত্রক দপ্তর রেশন দোকানের রোজগার বাড়াতে চুক্তি সেরে ফেলেছে সিএসসি ই-গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লি. (সিএসসি)-এর সঙ্গে। এই চুক্তির ফলে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন ঠিক তেমনি পাল্লা দিয়ে বাড়বে রেশন ডিলারদের আয়। রেশন দোকানে সিএসসি পরিষেবা চালু হলে সাধারণ মানুষ কি কি সুবিধা পাবেন?

রেশন দোকান সিএসসি পরিষেবা চালু হলে গ্রাহকরা নিজেদের বিভিন্ন বিল যেমন জল, ইলেকট্রিসিটি, টেলিফোন সহ বিভিন্ন বিল জমা দিতে পারবেন। বিল জমা দেওয়ার সুবিধার পাশাপাশি গ্রাহকরা রেশন দোকান থেকেই প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সহ বিভিন্ন প্রয়োজনীয় কার্ডের আবেদন করতে পারবেন। সারা দেশে বর্তমানে ৫ লক্ষের বেশি রেশন দোকান রয়েছে। এই সকল রেশন দোকানের আর্থিক ক্ষমতা এবং রেশন দোকানের ব্যবহারই কথা বাড়ানোর উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি রেশন দোকান থেকে ছোট রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করার প্রস্তাব দিয়েছেন খাদ্য সচিব সুধাংশু পান্ডে। এছাড়াও রেশন দোকান থেকে রেশন ডিলারের মাধ্যমে গ্রাহকদের সহজে লোন পাইয়ে দেওয়ার বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা করছে খাদ্য দপ্তর।