Ration System Rules Change: কমেও না, বেশিতেও না! রেশন ব্যবস্থায় এলো এমন বদল, জব্দ হবেন ডিলাররা

নিজস্ব প্রতিবেদন : রেশন (Ration) ব্যবস্থা সব রকম ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। কেননা রেশন ব্যবস্থা দেশের দুঃস্থ দরিদ্র মানুষের পেটের খাবার জোগাড় করে থাকে। রেশন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তবে এই রেশন ব্যবস্থাতেই বিভিন্ন সময় নানান ধরনের অভিযোগ ওঠার পাশাপাশি কারচুপির শেষ থাকেনা। নেতা মন্ত্রী থেকে শুরু করে ডিলাররাও এই ধরনের ঘটনায় যুক্ত রয়েছেন বলে অভিযোগ।

আর এসবের পরিপ্রেক্ষিতেই কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আনার ঘোষণা করে থাকে। রেশন ব্যবস্থায় যাতে কারচুপি না হয় তার জন্য ডিজিটাল রেশন কার্ড আনার পাশাপাশি দেশ জুড়ে চালু করা হয়েছে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা। তবে তারপরেও কোথাও যেন কমতি রয়ে গেছে। তবে এবার এই কমতি ঠেকাতে এমন এক ব্যবস্থা আনা হলো যাতে করে রীতিমতো জব্দ রেশন ডিলাররা।

নতুন এই ব্যবস্থাই রেশন ডিলাররা জব্দ হলেও অবশ্য তাদের জব্দ করার জন্য এই ব্যবস্থা আনেনি সরকার। আসলে সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনা হয়েছে, যাতে করে রেশনের সামগ্রী নিয়ে কোথাও কোনো রকম কারচুপি করতে না পারেন রেশন ডিলার থেকে শুরু করে অন্যান্যরা। আর সেই ব্যবস্থা হল দাঁড়িপাল্লার সঙ্গে বিলিং সিস্টেম যুক্ত করা। এই সিস্টেম খুবই অবাক করা একটি সিস্টেম।

আরও পড়ুন 👉 Ration new rules: মার্চ থেকে বদলে যাচ্ছে রেশনের নিয়ম, ব্যাপক প্রভাব পড়বে উপভোক্তাদের ওপর

অত্যাধুনিক এই স্বয়ংক্রিয় ওজন মেশিন ইতিমধ্যেই প্রতিটি রেশন ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে বিলিং মেশিন যুক্ত থাকবে ডিজিটাল ওজন যন্ত্রের সঙ্গে। এই পুরো সিস্টেম চালু করার জন্য গ্রাহকের আঙ্গুলের ছাপ লাগবে। গ্রাহক আঙ্গুলের ছাপ দিলে সিস্টেম চালু হয়ে যাবে এবং তারপর তাকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আর প্রক্রিয়া শেষ হবে একেবারে বিল বের হওয়ার পর। তবে এই বিল বের হওয়ার ক্ষেত্রেই কারচুপি বন্ধ করার ব্যবস্থা রয়েছে।

কেননা খাদ্য সামগ্রী দেওয়ার সময় যদি সামান্য কম খাদ্য সামগ্রী থাকে তাহলে বিল বের হবে না। আবার যদি বেশি খাদ্য সামগ্রী থাকে তাহলেও বিল বের হবে না। উপভোক্তাদের একেবারে নিখুঁতভাবে খাদ্য সামগ্রী ওজন করে দিতে হবে তবেই বিল বের হবে। আর এই ব্যবস্থার ফলে রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা আরও কয়েকগুণ বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে। একই সঙ্গে রেশন ডিলাররা আবার আশঙ্কা করছেন, নতুন এই প্রক্রিয়ায় খাদ্য সামগ্রী প্রদানের জন্য অনেক বেশি সময় লাগবে।