পুরনো নোট বা কয়েন কেনাবেচায় আগ্রহী, সতর্ক করল RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে পুরাতন নোট অথবা কয়েন কেনাবেচা বেড়েছে। এই ধরনের নোট এবং কয়েন কেনা বেচার জন্য একাধিক অনলাইন প্লাটফর্ম তৈরি হয়েছে। এছাড়াও ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করে এই ধরনের নোট অথবা কয়েন কেনা বেচা চলছে। এই নিয়ে এবার সতর্ক করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের পুরাতন নোট বা কয়েন কেনাবেচা করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। তবে তা সম্পূর্ণভাবে আইনবিরুদ্ধ বলে জানানো হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে এই ধরনের পুরাতন নোট অথবা কয়েন কেনার মতো কোনো পরিকল্পনা থাকলে সতর্ক হওয়ার।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কথা অনুযায়ী, প্রতারকরা গ্রাহকদের প্রতারিত করার জন্য এই ধরনের নানান ছক কষছে। এই ধরনের কোন কাজের সঙ্গে যুক্ত নয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ধরনের কোন কাজের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কারোর থেকে কোন রকম কমিশন চায় না। পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের কাজের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যক্তিকে নিয়োগ করে না অথবা তাকে অনুমতি দেয় না।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, এই ধরনের প্রলোভন দেখিয়ে নানান প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। যে কারণে এই ধরনের ফাঁদে পা দেওয়ার আগে দশবার ভাবতে হবে। বহু ক্ষেত্রেই দেখা যায় প্রতারকরা এই দুই ধরনের দুষ্প্রাপ্য কয়েন অথবা নোট বিক্রি করার নামে গ্রাহকদের থেকে ধাপে ধাপে টাকা আদায় করে নেন।

কিছুদিন আগেই দেখা গিয়েছিল দেশের বিভিন্ন জায়গা থেকে এইরকম দুষ্প্রাপ্য কয়েন অথবা নোট কেনা ও বেচার নামে টাকা আদায় করে নিচ্ছেন প্রতারকরা। এমন একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এবার বিবৃতি জারি করে সাধারণ মানুষদের সতর্ক করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements