UPI Payment method: গুগল পে, ফোন পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পুরোপুরি লস

Prosun Kanti Das

Published on:

RBI brought major changes in UPI payments: শুধুমাত্র সারা বিশ্বে নয় এখন ভারতেও আর্থিক লেনদেনের সবথেকে ভালো মাধ্যম হলো ডিজিটাল মাধ্যম। পাড়ার ছোট দোকান থেকে শুরু করে বড় বড় শপিং মল সব জায়গাতেই ডিজিটাল লেনদেন বেশি আধিপত্য বিস্তার করেছে। গুগল পে থেকে শুরু করে ফোন পে-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলো সহায়তা করছে এই ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকারের এউপিআই (UPI Payment method) ভাবনা বিগত কয়েক বছর ধরে এক যুগান্তকারী বিপ্লব এনেছে দেশের আর্থিক লেনদেনে। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে ইউপিআই লাইট।

কবে প্রথম চালু হয় ইউপিআই লাইট? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং RBI প্রথম ২০২২ সালে চালু করেছিল ইউপিআই লাইট। যা আসলে এউপিআই পেমেন্ট (UPI Payment method) সিস্টেমের একটি সরলীকৃত সংস্করণ। এর সব থেকে মজাদার বিষয় হলো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লেনদেন করার জন্য কোনও পিন নম্বর দিতে হয় না। এতদিন পর্যন্ত এর আর্থিক সীমা ২০০ টাকা থাকলেও সম্প্রতি RBI এতে বড় রকমের রদবদল ঘটিয়েছে।

কেন চালু করা হয়েছিল ইউপিআই লাইট? অনেকেই হয়তো এর আসল কারণ জানেন না। ব্যাঙ্কের দিক থেকে প্রসেসিং কাজ না করলেও ব্যবহারকারী যাতে কোনরকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্যই এটি চালু করা হয়েছিল। আপনিও যদি একজন ইউপিআই ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে ইউপিআই লাইট ফিচারটিকে ব্যবহার করতে পারেন। এউপিআই থেকে প্রতিদিন লেনদেনের সীমা ১ লাখ টাকা (UPI Payment method)। এবার এউপিআই লাইট ব্যবহারকারীরা প্রতি লেনদেন সর্বোচ্চ ৫০০ টাকা করতে পারেন, অতীতে যার সীমা ছিল ২০০ টাকা। এউপিআই পিন নম্বর ছাড়াই এখন এউপিআই লাইট ব্যবহারকারীরা ৫০০ টাকার লেনদেন করতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এউপিআই লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে এউপিআই-তে এখন থেকে শুরু হচ্ছে অফলাইন পেমেন্ট (UPI Payment method)। MPC-তে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার ভিত্তিতে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এই নতুন ধরনের প্রযুক্তি আনার একমাত্র উদ্দেশ্য ইউপিআই ব্যবহারকারীদের আর্থিক লেনদেনের সুবিধা করা। শক্তিকান্ত দাস আশা রাখছেন যে, এর ফলে গোটা ভারতবর্ষে ডিজিটাল আর্থিক লেনদেনের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাবে।

সম্প্রতি গোটা দেশে যে অ্যাপগুলোর মাধ্যমে এউপিআই লেনদেনে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে অন্যতম হলো গুগল পে, ফোন পে, পেটিএম -এর মতো অ্যাপ। এই অ্যাপগুলিতে ইতিমধ্যেই এউপিআই লাইট ফিচার দেওয়া রয়েছে। আপনি যদি কোন ছোটখাট পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ইউপিআই লাইটের কোনরকম তুলনাই হয় না।