Withdrawal of Fixed Deposit: বদলে গেল ফিক্সড ডিপোজিট ভাঙার নিয়ম! নতুন নিয়ম না জানলে লস

RBI brought new rules in Fixed Deposit Withdrawal: ভবিষ্যতের জন্য সবাই চায় নিজের পরিশ্রমের অর্থকে সুরক্ষিত করতে, আর তার জন্য সবথেকে ভালো উপায় হলো ফিক্সড ডিপোজিট। যদি আপনার গচ্ছিত সম্পদের ওপরে বেশি পরিমাণে সুদ পেতে চান তাহলে স্থায়ী আমানতের জুড়ি মেলা ভার। কিন্তু আপনি চাইলেই ফিক্সড ডিপোজিট সহজে ভাঙ্গতে পারবেন না, এর জন্য পোহাতে হয় ভীষণ ঝামেলা। কিন্তু সেই ব্যাপারে গ্রাহকরা পেতে চলেছে স্বস্তি, কারণ RBI আনছে বিরাট পরিবর্তন (Withdrawal of Fixed Deposit)।

যদি আপনার ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৫ লাখের বেশি হয় তাহলে কোনোভাবেই আপনার সেই ডিপোজিট ভাঙ্গা যেতনা। রিজার্ভ ব্যাংক সেই নিয়মে আনলো বিশাল পরিবর্তন। নয়া নির্দেশিকাতে কি বলছে আরবিআই? এবার থেকে মেয়াদপূর্তির আগে ১৫ লাখ নয় বরং ১ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট ভাঙাতে পারবেন আমানতকারীরা (Withdrawal of Fixed Deposit)। এছাড়া প্রত্যেকটি ব্যাংক এখন ডিজিটাল পরিষেবা দেওয়ার কারণে আপনি ঘরে বসে অ্যাপ এর মাধ্যমে আপনার ফিক্সড ডিপোজিটের টাকা ভাঙাতে পারবেন।

আপনি যদি মেয়াদের আগেই ডিপোজিট ভাঙেন (Withdrawal of Fixed Deposit) সেই সুযোগ অবশ্যই পাবেন, তবে সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। যেমন বিভিন্ন ব্যাংক আপনাকে সময়ের আগে ডিপোজিট ভাঙার জন্য জরিমানা চার্জ করতে পারে। পেনাল্টি চার্জ সাধারণত সুদের হারের ০.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। কিছু ব্যাংকের ক্ষেত্রে আবার অন্য নিয়মও থাকে, যেমন ফিক্সড ডিপোজিট এর টাকা আপনি যদি অন্য কোন খাতে ব্যয় করেন সেক্ষেত্রে মেয়াদের আগে ভাঙলেও জরিমানা চার্জ করা হবে না।

উদহারন হিসাবে দুটি ব্যাংকের সুদের হার তুলে ধরা হলো- পিএনবিতে ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৫ শতাংশ থেকে ৫.৮ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৬.৮ শতাংশ থেকে ৭ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ থেকে ৭ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ। আপনি চাইলে মেয়াদের আগেই তুলতে পারেন আপনার টাকা (Withdrawal of Fixed Deposit)।

এসবিআইতে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে ৬ মাস থেকে ১ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.২৫ শতাংশ থেকে ৫.৭৫ শতাংশ। ১ থেকে ২ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৮ শতাংশ থেকে ৭.১ শতাংশ। ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপেজিটে সুদের হার ৭ শতাংশ। তিন থেকে পাঁচ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ। আর পাঁচ বছরের বেশি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৫ শতাংশ।