Credit Card Rules Change: ক্রেডিট কার্ডের বিলিং ডেট বেছে নেওয়ার নিয়মে বদল, সুবিধা বাড়বে গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদন : ইদানিং কালে দেশের বিপুলসংখ্যক মানুষের হাতে পৌঁছে গিয়েছে ক্রেডিট কার্ড (Credit Card)। বিপদে-আপদে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের বিপুল সুবিধা দিয়ে থাকে। কেননা এই ক্রেডিট কার্ডের মাধ্যমেই হাতে টাকা না থাকলেও বিভিন্ন ধরনের পেমেন্ট থেকে শুরু করে নিজেদের শখ পূরণের জন্য জিনিসপত্র কেনা যায়।

আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে ধার নেওয়া টাকা পয়সা যদি গ্রাহকরা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করে দেন তাহলে কোন বাড়তি টাকাও খরচ করতে হয় না। উপরন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিসপত্র ক্রয় করার ফলে বাড়তি সুযোগ হিসেবে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়, যা আবার পরবর্তীতে কোন জিনিসপত্র কেনা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কাজে আসে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন নিয়মে (Credit Card Rules Change) ইদানিংকালে পরিবর্তন আনা হচ্ছে। মূলত ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলির নিজেদের ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণের বদলে গ্রাহকদের সুবিধা প্রদানের জন্যই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সাম্প্রতিককালে ক্রেডিট কার্ড সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে সকল বদল এনেছে তার মধ্যে দুটি বদল খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দুটি বদল গ্রাহকদের যথেষ্ট সুযোগ সুবিধা দেবে।

আরও পড়ুন 👉 ECI Rules: বেড়াতে গেলেও নিয়ে যাওয়া যাবে না যতখুশি টাকা! ভোটের সময় এই নিয়ম না জানলে ভুগতে হবে

প্রথম যে বদলের কথা না বললেই নয় তা হল কার্ড বেছে নেওয়া। আগে ক্রেডিট কার্ড প্রদানকারী ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলি নিজেদের ইচ্ছেমতো গ্রাহকদের বিভিন্ন কোম্পানির ক্রেডিট কার্ড গতিয়ে দিত। যেমন কারো রুপে ক্রেডিট কার্ড নেওয়ার ইচ্ছে থাকলেও ব্যাংক তাকে জোর করে মাস্টার কার্ড ক্রেডিট কার্ড গছিয়ে দেওয়ার ঘটনা কম নয়। এসবের পরিপ্রেক্ষিতে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, গ্রাহকদের অপশন দিতে হবে কার্ড দেওয়ার সময় বা রিনিউ করার সময়।

একইভাবে আরও একটি পরিবর্তন আনা হয়েছে যা গ্রাহকদের আরও অনেক সুবিধা দেবে। সেই পরিবর্তনটি হল বিলিং সার্কেল। অর্থাৎ ক্রেডিট কার্ডের কোন ডেটে বিল ঠিক করা হবে এবং কত তারিখের মধ্যে তা পেমেন্ট করতে হবে। আগে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলি এই সার্কেল পরিবর্তন করার ক্ষেত্রে গ্রাহকদের কেবলমাত্র একবার সুযোগ দিত। কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই নিয়ম বাতিল করে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে, এখন কার্ড হোল্ডাররা একাধিকবার বিলিং সার্কেল পরিবর্তন করতে পারবেন। তবে এই নিয়মের সুবিধা পেতে হলে গ্রাহকদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে আর সেই সকল শর্তের মধ্যে অন্যতম হলো, বিলিং সার্কেল পরিবর্তন করার আগে গ্রাহকদের বকেয়া সমস্ত টাকা পরিশোধ করে দিতে হবে। বকেয়া পরিশোধ করার পর ইমেইল অথবা অ্যাপের মাধ্যমে নতুন বিলিং সার্কেল বেছে নিতে হবে।