New Rule for Loan: কমবে বাড়তি খরচ, লোনের ইএমআই দেওয়া নিয়ে নতুন নিয়ম করল RBI

নিজস্ব প্রতিবেদন : মনের মত একটি নতুন বাড়ি তৈরি করার ইচ্ছা, নতুন একটি গাড়ি কেনার ইচ্ছা সহ এই ধরনের বিভিন্ন ইচ্ছে সাধারণ মানুষদের অধিকাংশের মধ্যেই রয়েছে। তবে সবার কাছে পর্যাপ্ত টাকা না থাকার কারণে তারা ব্যাঙ্ক অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ (Loan) নিয়ে থাকেন। আবার যে শুধু শখ আল্লাদ পূরণ করার জন্য ঋণ নেওয়া হয়, তাও নয়। অনেকেই রয়েছেন যারা বিপদে পড়েও ঋণ নিয়ে থাকেন।

যে সকল ব্যক্তিরা লোন নিয়ে থাকেন তাদের সেই লোন শোধ করার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর ইএমআই দিতে হয়। তবে ইএমআই দেওয়ার ক্ষেত্রে এমন বেশ কিছু নিয়ম এতদিন চালু ছিল, যার ফলে একদিকে যেমন ঋণগ্রহীতাদের বাড়তি টাকা খরচ হতো, ঠিক সেই রকমই আবার ঝঞ্ঝাটের শেষ ছিল না। তবে এবার এই সকল নিয়মে বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে লোন পরিশোধ অর্থাৎ ইএমআই যাওয়ার ক্ষেত্রে গত ১ এপ্রিল থেকে নতুন নিয়ম (New Rule for Loan) জারি করে দেওয়া হয়েছে। যে নতুন নিয়ম অনুসারে কোন ঋণগ্রহীতার কোন মাসে ইএমআই দিতে দেরি হলে সুদের ওপর সুদ বসানো যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই নিয়মের ফলে দেশের কোটি কোটি ঋণগ্রহীতা যেমন আর্থিক দিক দিয়ে উপকৃত হবেন ঠিক সেই রকমই আবার ঝঞ্ঝাট থেকেও মুক্তি পাবেন।

আরও পড়ুন 👉 Toll Tax New Decision: টোল ট্যাক্স নিয়ে নতুন সিদ্ধান্ত, এখনই পকেট থেকে খসবে না বাড়তি টাকা

ঋণের টাকা শোধ করা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়মে বলা হয়েছে, ইএমআই দিতে দেরি করা ইত্যাদি ঘটনার ক্ষেত্রে এখন ঋণ প্রদানকারী সংস্থাগুলি কেবলমাত্র ঋণগ্রহীতার কাছে জরিমানা নিতে পারবে। জরিমানার বাইরে আর সুদের উপর সুদ চাপাতে পারবে না। এতদিন পর্যন্ত বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা ঋণগ্রহীতাদের ঋণের টাকা শোধ করার জন্য ইএমআই দিতে দেরি করলেই জরিমানা নেওয়ার পাশাপাশি সুদের ওপর সুদ নেওয়া হত। এবার তা আর হবে না।

এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ইএমআই-এর টাকা দিতে দেরি হলেও জরিমানা ছাড়া বাড়তি আর কোন চার্জ বসানো যাবে না। মূলত এর আগে পর্যন্ত বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা ইএমআই দিতে দেরি হওয়া ইত্যাদির মত ঘটনায় পেনাল চার্জেস, পেনাল ইন্টারেস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের বাড়তি টাকা নিয়ে থাকতো ঋণগ্রহীতাদের থেকে। এবার এই সকল বাড়তি টাকা নেওয়ার গল্প শেষ করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।