এই কারণে Paytm-এ নতুন অ্যাকাউন্ট খোলায় নিষেধাজ্ঞা জারি রিজার্ভ ব্যাঙ্কের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতের ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে তার নাম হলো Paytm। ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক হোক অথবা ওয়ালেট, ভারতের বাজারে এর ধারে-কাছে অন্য কোন সংস্থা নেই। তবে এবার এই সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আর্থিক কেলেঙ্কারি জড়িয়ে নেই তো এই নিষেধাজ্ঞার পিছনে? শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, আপাতত এই সংস্থা নতুন কোনো গ্রাহক তাদের ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্কে সংযুক্ত করতে পারবে না।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নিষেধাজ্ঞা জারি করার কারণ হিসাবে বিবৃতিতে জানিয়েছে, Paytm-কে কোন অডিট ফার্ম নিয়োগ করে লেনদেন এবং আয়কর সংক্রান্ত হিসেব নিকেশের অডিট করাতে হবে। এই বিবৃতি থেকেই স্পষ্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সংস্থার হিসেব-নিকেশ সংক্রান্ত একাধিক বিষয়ে বেনিয়মের ইঙ্গিত পেয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া Paytm সংস্থার উপর নতুন গ্রাহক যোগ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করে। নতুন করে এই প্রক্রিয়া শুরু করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংস্থার থেকে যা যা তথ্য চেয়েছে সেই তথ্য জমা পড়লে তা খতিয়ে দেখা হবে এবং তারপরেই পুনরায় গ্রাহক সংযুক্ত করার ক্ষেত্রে অনুমতি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্দেশ্য হলো ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা আনা। তবে এই প্রথম এই সংস্থার উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হলো এমনটা নয়। এর আগেও গত বছর অক্টোবর মাসে বেনিয়মের অভিযোগ এই সংস্থা আর্থিক জরিমানার সম্মুখীন হয়েছিল। সেবার এক কোটি টাকা জরিমানা গুনতে হয়েছিল এই সংস্থাকে।