UPI Lite: ইউপিআই লাইটের নিয়মে বড় বদল! বিশাল সুবিধা বাড়িয়ে দিল RBI

Prosun Kanti Das

Published on:

Advertisements

RBI extends benefits of the public with UPI Lite: ডিজিটালাইজেশনের যুগে সবথেকে জনপ্রিয় পরিষেবা হলো ক্যাশলেস ট্রানজেকশন। এখন সামান্য দশ টাকা কাউকে পেমেন্ট করতে হলেও বেশিরভাগ মানুষই বেছে নেন অনলাইন পেমেন্ট পদ্ধতিকে। ইউপিআই পেমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। প্রতিমাসেই নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছে ইউপিআই পেমেন্ট মেথড। এখন শুধু ইউপিআই নয়, বাড়ছে ইউপিআই লাইটের (UPI Lite) চাহিদাও। ইউপিআই লাইটের মাধ্যমে পেমেন্ট করতে গেলে কোন পিন নম্বর বসানোর প্রয়োজন পড়ে না। শুধুমাত্র এই ফিচারসটুকুর জন্যই ইউপিআই লাইটের গ্রহনযোগ্যতা ব্যাপক হারে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisements

গত কয়েক বছরে ইউপিআই এর চাহিদা লাফিয়ে বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন শুধুমাত্র মুঠোফোনে বন্দি নেই ইউপিআই পেমেন্ট পদ্ধতি। ছোট হোক বা বড় সব ধরনের ব্যবসায়ীরাও ব্যবহার করছে এই পদ্ধতিকে। কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই পেমেন্ট করতে পারেন গ্রাহকরা। কিন্তু একটি সমীক্ষায় দেখা গেছে, ইউপিআই পেমেন্ট পদ্ধতিকে ব্যবহার করা হয় সাধারণত ২০০ টাকার কাছাকাছি পরিমাণের অর্থ পেমেন্ট করার জন্য। এই অল্প পরিমান অর্থ পেমেন্টের চাহিদা এত বেশি যে মাঝে মাঝেই পেমেন্ট আটকে যায়। তাছাড়া পিন নম্বর বসিয়ে পেমেন্ট ক্লিয়ার করতে সময় লেগে যায় গ্রাহকদের। তাই ২০২২ সালে চালু করা হয়েছিল ইউপিআই লাইট (UPI Lite)। অল্প কিছু টাকা পেমেন্টের জন্য কোনরকম পিন নম্বর বসানোর প্রয়োজন পড়ে না এই পদ্ধতিতে। তবে এরও একটি সীমাবদ্ধতা রয়েছে। ইউপিআই লাইট ওয়ালেটে টাকা রাখা যায় নির্দিষ্ট সীমা পর্যন্ত। অধিক পরিমাণ টাকার ট্রানজেকশন করা যায় না ইউপিআই লাইট থেকে।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইউপিআই লাইটের (UPI Lite) সাথে যুক্ত করা হয়েছে আরো নতুন কিছু ফিচারস। ইউপিআই লাইটে একটি নির্দিষ্ট সীমার নির্ধারণ করা রয়েছে। সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পেমেন্ট করা অব্দি কোনরকম পিন ব্যবহার করতে হয় না গ্রাহককে। কিন্তু এখানেই দেখা দিয়েছে ছোট্ট একটি সমস্যা। গ্রাহকদের অভিযোগ, ইউপিআই লাইটের ওয়ালেট ব্যবহারের ক্ষেত্রে বারবার রিচার্জ করতে হয় গ্রাহককে। যেহেতু পেমেন্টের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে তাই বারবার রিচার্জ করে টাকা ট্রান্সফার করাতে হয় ইউপিআই লাইট ওয়ালেটে। এই সমস্যা সমাধানের তৎপর আরবিআই।

Advertisements

আরও পড়ুন ? Income Tax Announcement: হাতে আসবে অনেক বেশি টাকা, জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নতুন সিদ্ধান্ত বাড়াবে মধ্যবিত্তদের ইনকাম

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমপিসি বৈঠকের পর আরবিআই এর গভর্নর ইউপিআই লাইট (UPI Lite) সংক্রান্ত একটি ঘোষণা করেন। তিনি বলেন, এখন থেকে আর ইউপিআই লাইট ওয়ালেটকে রিচার্জ করার কোন প্রয়োজন পড়বে না। এখন থেকে ইউপিআই লাইট ওয়ালেটে টাকার পরিমাণ নির্দিষ্ট সীমার নিচে নেমে গেলে অটোমেটিক প্রসেসে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা ট্রান্সফার হয়ে যাবে ওয়ালেটে। এর ফলে গ্রাহককে আর বারবার রিচার্জ করা নিয়ে চিন্তিত হতে হবে না। অটোমেটিক টাকা ট্রান্সফার হওয়ার জন্য গ্রাহকের কাছ থেকে অনুমতি নেওয়া হবে শুরুতেই। অর্থাৎ যখন প্রথম বার কোন গ্রাহক অ্যাকাউন্ট খুলবে তখনই তার কাছ থেকে অটোমেটিক রিচার্জ প্রসিডিওর চালু করার জন্য অনুমতি চেয়ে নেওয়া হবে।

ইউপিআই লাইট (UPI Lite) ওয়ালেট থেকে পেমেন্ট করার সময় নির্দিষ্ট সীমা অব্দি কোন পিন নম্বর ব্যবহার করতে হয় না। ফলে ট্রানজেকশন অনেক তাড়াতাড়ি এবং সহজে হয়ে যায়। এই কারণে ইউপিআই লাইট জনপ্রিয়তা পেয়েছে সাধারণ মানুষের মধ্যে। এখন থেকে ইউপিআই লাইট ই-ম্যান্ডেট প্রক্রিয়ার আওতায় কাজ করবে। অর্থাৎ, ইউপিআই লাইট ওয়ালেটে সঞ্চিত অর্থের পরিমাণ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে অটোমেটিক প্রসেসে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি রিচার্জ হবে ওয়ালেটটি। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সময় অনুমতির সূচক অপশনটি অন করে দিতে হবে গ্রাহককে। তাহলে পরবর্তীতে আর কখনো রিচার্জ করা নিয়ে সমস্যায় পড়তে হবে না গ্রাহককে। ইউপিআই লাইট পরিষেবা আরো বৃহৎকারে প্রকাশ পেতে চলেছে নতুন এই ফিচারসটির মাধ্যমে। নতুন ফিচার্সের কারণে সাধারণ মানুষের মধ্যে ইউপিআই লাইট ব্যবহারের চাহিদা আরো অনেক বেশি বেড়ে যাবে বলে মনে করছে আরবিআই।

Advertisements