নিজস্ব প্রতিবেদন : দোকানদার হোক খরিদ্দার ১০ টাকার কয়েন গ্রহণে অনীহা দেখান অনেকেই, দেখানোটা অপরাধ। আর এবার এভাবেই কড়া ভাষায় সতর্কতা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক।
তারা এই নিয়ে নয়া ঘোষণায় জানিয়েছে, বর্তমানে বাজারের অনেক দোকানদার ও খরিদ্দারই ১০ টাকার কয়েন নিতে অনীহা দেখাচ্ছেন। কিন্তু RBI স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০ টাকা এর কয়েন গ্রহণ না করা অপরাধ হিসেবে গণ্য হবে। কারণ ১৯০৬ সালের কয়েন আইনে স্পষ্ট বলা আছে ১০টাকার কয়েন সম্পূর্ণ বৈধ। পাশাপাশি এও জানানো হয়েছে, এই ধরনের অভিযোগ বিগত কয়েকদিনে অনেক এসেছে তাদের কাছে। শহরের কিছু স্থানে, মূলত গ্রামের দিকে অনেক দোকানদার গ্রহণ করছেন না ১০ টাকার কয়েন।
RBI স্পষ্ট জানিয়েছে, ১০ টাকার কয়েন গ্রহণ না করলে ভারতীয় দণ্ডবিধি ১২৪ এ ধারা অনুযায়ী কড়া শাস্তি দেওয়ার কথাও।
এর আগেও নির্দেশিকা জারি করে সতর্ক করেছিল RBI স্পষ্ট ভাবে সতর্ক করেছিল, ১০ টাকার কয়েন গ্রহণ না করা দণ্ডনীয় অপরাধ। তবে এবার আরও কড়া ভাবে নির্দেশিকা জারি করার পর এবার আর কোনো দোকানদার অনীহা প্রকাশ করবেনা বলেই আশা করছে RBI।