ULI App: UPI-এর মতোই এবার আসছে ULI অ্যাপ, বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে RBI

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই (UPI) অ্যাপ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। অন্ততপক্ষে যারা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আর্থিক লেনদেন করেন তারা। ইউপিআই অ্যাপ এমন একটি অ্যাপ যার মাধ্যমে সহজেই নম্বরের ভিত্তিতে টাকা পাঠানোর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ কিউআর কোড স্ক্যান ইত্যাদি বিভিন্নভাবে সহজেই টাকা পাঠানো যায়। এবার এই রকমই আরও একটি অ্যাপ আসতে চলেছে যার নাম হলো ULI।

Advertisements

ইউপিআই শব্দটির ফুল ফর্ম হল ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। ঠিক সেই রকমই যে ইউ এলআইঅ্যাপ আনা হচ্ছে তার ফুল ফর্ম হলো ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস। এখন নতুন এই অ্যাপ যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনতে চলেছে সেই অ্যাপ সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে জানার অনেক কিছু রয়েছে। ইউপিআই অ্যাপের মাধ্যমে সহজেই আর্থিক লেনদেন করা যায়, কিন্তু প্রশ্ন হল ইউএলআই অ্যাপের মাধ্যমে কি করা যাবে?

Advertisements

ইউপিআই সিস্টেম এবং অ্যাপ চালু হওয়ার পর যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, ঠিক সেই রকমই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউএলআই সিস্টেম এবং অ্যাপ এনে ঋণের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে চাইছে। একই রকম সুবিধা প্রদান করতে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন প্ল্যাটফর্ম তৈরি এবং লঞ্চ করার দিকে হাঁটতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল উদ্দেশ্য হলো কৃষি ক্ষেত্র, ক্ষুদ্র ও মাঝারি আকারের ঋণদানের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা।

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Sleeper Route: বাংলা নাকি অন্য কোথাও! দেশের কোন রুটে চলবে প্রথম বন্দে ভারত স্লিপার?

ইউএলআই সিস্টেম, যারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আনতে চলেছে তার জন্য অবশ্য দেশের মানুষদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। কেননা এই প্রক্রিয়া এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে ঋণদানের ক্ষেত্রে মূল্যায়ন এবং অনুমোদনের সময় অনেকটাই কমে যাবে। এই সিস্টেম এবং অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি সুবিধা পাবেন গ্রামীণ এলাকার সেই সকল মানুষেরা যারা ছোটখাটো ঋণ নিয়ে থাকেন।

নতুন এই ব্যবস্থা মূলত সুসংগঠিত একটি তথ্যভাণ্ডার। যেখানে জমি সংক্রান্ত নানান তথ্যও থাকবে। যে তথ্য ঋণদাতা এবং ঋণগ্রহীতা উভয় পক্ষ দেখতে পাবেন। এই অ্যাপের মাধ্যমে নিমেষের মধ্যে ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসবে। যদিও এই তথ্য প্রদানের ক্ষেত্রে গ্রাহকের সম্মতি আবশ্যিক। গোপনীয়তা বজায় রাখার জন্যই এমনটা করা হচ্ছে। এর ফলে সুরক্ষা ব্যবস্থা নিয়েও কোন প্রশ্ন থাকবে না।

Advertisements