RBI has brought a new mobile app to provide additional benefits to investors: খুচরা বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এলো আরবিআই। আরবিআই খুচরো বিনিয়োগকারীদের জন্য নতুন একটি মোবাইল অ্যাপ (RBI New Mobile App) নিয়ে এসেছে। যার, সাহায্যে বিনিয়োগকারীরা সরকারের বিভিন্ন সিকিউরিটি বন্ডে বিনিয়োগ করতে পারবেন। কোন থার্ড পার্টি অ্যাপের সাহায্য ছাড়াই বিনিয়োগকারীরা সরাসরি এই বিনিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস এমনই একটি খবর প্রকাশ্যে এনেছেন।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের মতে, নতুন এই অ্যাপটি (RBI New Mobile App) খুচরা বিনিয়োগকারির পাশাপাশি সাধারণ মানুষের জন্য বেশ উপযোগী। সাধারণ মানুষও এই অ্যাপের সাহায্যে বিনিয়োগ করতে পারবে সরকারি বন্ডগলিতে। এই অ্যাপটি ব্যবহার করা একদিকে যেমন সহজ অন্যদিকে ততটাই সুরক্ষিত। আরবিআই এর তরফ থেকে নতুন এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে “ডিরেক্ট পোর্টাল”। খুব শীঘ্রই এই অ্যাপটি সর্বসাধারণের ব্যবহারের জন্য চালু করা হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
তথ্যসূত্রে জানা গেছে, নতুন এই অ্যাপটি ব্যাবহারের জন্য এতটাই ইউজার ফ্রেন্ডলি যে, যে কোন মানুষ খুব সহজেই অ্যাপ (RBI New Mobile App) থেকে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটির সাহায্যে যে কোন সরকারি বন্ড কেনাবেচা করা সম্ভব। খুব সহজেই বিনিয়োগকারীরা কোন ঝুট ঝামেলা ছাড়াই নিজেদের পছন্দের স্কিম গুলিতে অর্থ বিনিয়োগ করতে পারবেন। এছাড়া স্কিমগুলি সম্পর্কে বাজারে যেটা এক্সেস এর সুবিধা পাবেন বিনিয়োগকারীরা। আরবিআই – এর তরফ থেকে আরো বলা হয়েছে যে, এই অ্যাপের সাহায্যে বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফলি হতে নজর দিতে পারবে।
আরও পড়ুন ? Repo Rate: শেষ হল RBI-এর ৩ দিনের বৈঠক, রেপো রেট নিয়ে নেওয়া হল এই সিদ্ধান্ত
কেন্দ্র ও রাজ্য সরকারের ট্রেজারি বিল বা সিকিউরিটি সংক্রান্ত বন্ড, গোল্ড বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করা একটু সমস্যা জনক। তুলনামূলক একটু জটিল পদ্ধতিতে এই বন্ড গুলিতে বিনিয়োগ করতে হয়। কিন্তু ডিরেক্ট পোর্টাল অ্যাপটির (RBI New Mobile App) সাহায্যে নিজের ফোন থেকে খুব সহজেই যে কোন স্কিমে বিনিয়োগ করা সম্ভব হবে। এর ফলে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ একটু হলেও বাড়বে বলে আশা করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
মনিটারি পলিসি কমিটির সভায় নতুন এই অ্যাপটির (RBI New Mobile App) কথা প্রকাশ্যে আনেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। এছাড়া একই দিনে এই বছরের মতো রেপোরেট একই জায়গায় ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২৪-২৫ অর্থ বর্ষেও রেপোরেট ধার্য করা হয়েছে ৬.৫০ শতাংশ। মুদ্রাস্ফীতির চার শতাংশ নিয়ে আসার লক্ষ্যে স্থির রয়েছে আরবিআই। ফলে লোনের উপর ই এম আই বৃদ্ধির কোন সম্ভাবনা নেই বললেই চলে যারা লোন নিয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত সুখবর।