RBI Announcement: চিন্তার দিন শেষ! ১ টাকার ছোট কয়েন নিয়ে নয়া ঘোষণা করে দিল RBI

RBI has made a new announcement about small coins of 1 rupee: ভারতীয় মুদ্রায় প্রচলিত ছোট এক টাকার কয়েনগুলি সচল না অচল এই নিয়ে বিতর্কের কোন শেষ নেই। শহরাঞ্চলে ছোট এক টাকার কয়েনগুলিকে গ্রহণ করা হলেও মফস্বল এলাকায় তা একেবারেই অচল। এর কারণে বেশ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। একবার রব উঠেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI Announcement) তরফ থেকে নাকি ছোট এক টাকার কয়েনগুলিকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে আর তারপর থেকেই এই সমস্যার সূত্রপাত।

ছোট ২৫ পয়সা বা ৫০ পয়সা কয়েনগুলি অনেকদিন আগেই অচল বলে ধরেই নেওয়া হয়েছে। তারপর হঠাৎ গুজব ছড়িয়ে যায় যে ছোট এক টাকার কয়েনগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বাতিল করা হয়েছে আর তারপর থেকেই সমস্যায় পড়তে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরাও। শহরাঞ্চলের মানুষ এই কয়েন গুলো নিয়ে তেমন একটা সমস্যা না করলেও মফস্বলের এলাকায় গাড়ি চালক থেকে শুরু করে দোকানদার বা সাধারণ মানুষ সবাই এই কয়েনগুলিকে একটু এড়িয়ে চলেন। শহরাঞ্চল থেকে প্রাপ্ত কয়েনগুলি মফস্বলে এলেই অচল হয়ে পড়ে।

এই সমস্যা সমাধান করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন ঘোষণা (RBI Announcement) করেছেন তারা জানিয়েছে ২৫ পয়সা থেকে কম মূল্যের কয়েনগুলি বাতিল হিসেবে চিহ্নিত হয়ে যায়। অর্থাৎ, এক পয়সা দু পয়সা, দশ পয়সা, কুড়ি পয়সা, ২৫ পয়সা ইত্যাদি। কয়েনগুলি এখন আর ভারতীয় বাজারে বৈধ নয় তবে ৫০ পয়সা নিয়ে এখনো পর্যন্ত রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও পড়ুন 👉 RBI Penalty: শুধু Paytm কেন! ভুল করলে কাউকেই রেয়াত নয়, ফের ৫ ব্যাঙ্ককে জরিমানা করল RBI

বর্তমানে এক পয়সা থেকে ৫০ পয়সা অব্দি মুদ্রা গুলির উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। ৫০ পয়সার উৎপাদন বন্ধ থাকলেও বাজারে চাইলেই ৫০ পয়সার কয়েন ব্যবহার করে যে কোন রকম লেনদেন করতে পারেন সাধারণ মানুষ এছাড়াও ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা ও কোটি টাকার কয়েন দিও যে কোন লেনদেন করা যাবে এগুলি ভারতীয় মুদ্রায় এখনো পর্যন্ত বৈধ বলেই বিবেচিত।

যদি কোন ব্যক্তি এই কয়েন গুলোর প্রচলিত মডেলগুলির কোন একটিও নিতে অস্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও ভারতীয় মুদ্রা আইনে ৪৭৯ এ ৪৭৯ এই ধারায় এফ আই আর করা যেতে পারে আশা করা যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে করা এই ঘোষণার পর সাধারণ মানুষের হয়রানি ও দুশ্চিন্তা অনেকটাই কমবে।