১০০০ টাকার নোট বাজারে ফেরা নিয়ে মুখ খুললো কেন্দ্র, জানুন সত্যতা

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পরে, যে খবরটি হলো ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১০০০ টাকার নতুন নোট জারি করতে চলেছে। আর এমন খবর হয়তো আপনিও শুনে থাকবেন, যে বাজারে নতুন ১০০০ টাকার নোট আসতে চলেছে। আর এমন খবরটা যদি আপনি শুনে থাকেন তাহলে আরও জানা প্রয়োজন।

সোশ্যাল মিডিয়া ও বাজারে ছড়িয়ে পরা নতুন ১০০০ টাকার নোট নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্র। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে এমন খবর সম্পূর্ণ ভুয়ো ও গুজব। কেন্দ্রীয় সরকার অথবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে এমন কোনো পরিকল্পনাই নেয়নি। আর সেই ছড়িয়ে পড়া খবর যে নিতান্তই গুজব তা ট্যুইট করে জানিয়েছে প্রেস ইনফর্মেশন ব্যুরো বা PIB Fact Check।

PIB Fact Check ট্যুইট করে জানিয়েছে, “একটি ভুয়ো বা গুজব খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেটি হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি নতুন ১০০০ টাকার নোট ইস্যু করেছে। আর সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করা যে ছবিটি ঘুরে বেড়াচ্ছে তা সম্পূর্ণ গুজব।”

PIB Fact Check হল এমন একটি মাধ্যম যা কেন্দ্র সরকারের বিভিন্ন রকম পলিসি, স্কিম, বিভাগ, মন্ত্রালয় ইত্যাদির ক্ষেত্রে গুজব আটকানোর জন্য কাজ করে। এমনকি এই সংস্থার মাধ্যমে আপনিও সরকারি বিভিন্ন পলিসি, স্কিম, বিভাগ, মন্ত্রালয়ের বিষয়ে সত্যতা যাচাই করতে পারেন। যার জন্য আপনাকে সন্দেহভাজন কোন খবরের স্ক্রিনশট, ট্যুইট, ফেসবুক পোস্ট ও URL তাদের হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠাতে হবে। তারপর তারা যাচাই করে জানিয়ে দেবে খবরের সত্যতা নিয়ে। PIB Fact Check-এর হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8799711259 আর ইমেল আইডি হল pibfactcheck@gmail.com

প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎ করে সন্ধ্যাবেলায় পুরাতন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেন। যা ভারতের ইতিহাসে প্রথম নোট বন্দি। এরপর বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এরপর সম্প্রতি নতুন ১০০০ নোট বাজারে আসা নিয়ে গুঞ্জন ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। তবে সেই খবর সম্পূর্ণ ভ্রান্ত।