নিজস্ব প্রতিবেদন : যেভাবে প্রতিদিন মুদ্রাস্ফীতি বাড়ছে সেই জায়গায় আশঙ্কা আগেই করা হয়েছিল নতুন করে রেপো রেট বৃদ্ধি পাবে। সেই আশঙ্কাকে সত্যি করে শুক্রবার ফের একবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার এমপিসি বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
এদিন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করে জানিয়ে দেন ফের ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করা হচ্ছে। মনিটারি পলিসির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে পরপর চারবার রেপো রেট বৃদ্ধি করল কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জুন মাস থেকে শুরু করে এ পর্যন্ত ১৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই রেপো রেট বৃদ্ধি হওয়ার পর এখন তা দাঁড়িয়েছে ৫.৯০%।
রেপো রেট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঋণের উপর সুদ। এর আগেও যতবার রেপো রেট বৃদ্ধি করা হয়েছে ততবারই এই ঋণের ওপর সুদ বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসের শেষে নতুন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বৃদ্ধি পাওয়ার ফলে আবারও ঋণের উপর সুদের হার বৃদ্ধি পাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
এর পাশাপাশি স্থায়ী আমানতের ক্ষেত্রেও সুদের হার বৃদ্ধি পায় রেপো রেট বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে। সেইমতো এই রেপো রেট বৃদ্ধি পাওয়ায় ফিক্সড ডিপোজিটে যারা অর্থ জমা রাখেন তারাও আগামী দিনে আরও বেশি সুদ পাবেন তা নিয়েও কোন সন্দেহ থাকবে না।
রেপো রেট হল এমন একটি নির্দিষ্ট সুদের হার যে সুদের হারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের অন্যান্য ব্যাংকগুলিকে টাকা ধার অথবা ঋণ দিয়ে থাকে। আবার যখন কোন ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে টাকা ঋণ দিয়ে থাকে তখন তাকে বলা হয় রিভার্স রেট। অর্থাৎ এই রিভার্স রেট হলো রেপো রেটের বিপরীত।