নিজস্ব প্রতিবেদন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) বিধি না মানার জন্য গত কয়েক মাসে ৩৫টি অ্যাকশন নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যে সকল অ্যাকশনে মধ্যে রয়েছে ১৬ টি সরকারি ব্যাঙ্ক, ১৩ টি বেসরকারি ব্যাঙ্ক, চারটি বিদেশী ব্যাঙ্ক, একটি ছোট্ট আর্থিক ব্যাঙ্ক এবং একটি পেমেন্টস ব্যাঙ্ক। পেমেন্টস ব্যাঙ্ক হিসাবে পেটিএম-এর লাইসেন্স বাতিল করেছে আরবিআই তা প্রত্যেকেরই জানা। এই সকল পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাত্র কয়েক মাসেই ৭৪ কোটি টাকা জরিমানা (RBI Bank Penalty) আদায় করেছে।
দেশের নাগরিকদের কষ্টার্জিত টাকা যাতে সুরক্ষিত থাকে তার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন সব পদক্ষেপ নেওয়া হয়। দিন কয়েক আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের উপর প্রায় ২ কোটি টাকা জরিমানা করা হয়েছিল। ব্যাঙ্কের নিয়ম অমান্য করার জন্যই এই দুটি ব্যাঙ্কের উপর এই বিপুল টাকা জরিমানা করা হয়। আর এবার আরও একটি ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে জানা গেল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এইচএসবিসি ব্যাঙ্কের উপর। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এই ব্যাঙ্কের উপর ৩৬.৩৮ লক্ষ টাকা জরিমানা চাপানো হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের লিবারলাইজড রেমিট্যান্স স্কিমের আওতায় প্রয়োজনীয় নিয়ম না মানার জন্যই এইচএসবিসি ব্যাঙ্কের উপর কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এইচএসবিসি ব্যাঙ্কের এমন ত্রুটির কথা জানার পরই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে ওই ব্যাঙ্ককে সতর্ক করা হয়েছিল এবং তাদের নোটিশ করা হয়েছিল। সেই নোটিশের উত্তর দিতে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে। নির্দিষ্ট সময়ের মধ্যে এইচএসবিসি ব্যাঙ্কের তরফ থেকে মৌখিক এবং লিখিতভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানানো হয়েছিল ত্রুটির কারণ। কিন্তু সেই নোটিসের উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সন্তুষ্ট না হওয়ার কারণেই এমন বিপুল টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এইচএসবিসি অথবা অন্যান্য ব্যাঙ্কগুলির উপর এই যে আর্থিক জরিমানা চাপানো হচ্ছে তার প্রভাব গ্রাহকদের উপর পড়বে না। গ্রাহকরা যেমন লেনদেন করছিলেন ঠিক সেই রকমই লেনদেন করতে পারবেন। তবে একই ব্যাঙ্কের ওপর যদি বারবার জরিমানা চাপানোর মতো ঘটনা ঘটে থাকে তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের জরিমানা চাপিয়ে থাকে মূলত গ্রাহকদের সুরক্ষার স্বার্থেই।