RBI Penalty: ভুল করলেই শাস্তি! এবার LIC হাউজিং ফাইন্যান্স সহ এই ব্যাঙ্ককে সাজা দিল RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আমার আপনার কষ্টার্জিত টাকা-পয়সা যাতে ব্যাঙ্কে অথবা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে সুরক্ষিতভাবে থাকে তার জন্য সবসময় নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নজরদারি চালানোর সময় কোথাও কোনো রকম ভুল-ত্রুটি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ (RBI Penalty) গ্রহণ করা হয়।

Advertisements

ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অমান্য করা এবং ভুল ত্রুটির জন্য দিনকয়েক আগেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়েছে। শুধু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হওয়া নয়, এর পাশাপাশি দিন কয়েক আগেই দেখা গিয়েছে বন্ধন ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়াকে জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর একইভাবে এবার আরও একটি ব্যাংকে জরিমানা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার যে ব্যাংককে জরিমানা করা হয়েছে সেই ব্যাঙ্কটি হল IDFC First Bank। এই ব্যাংক অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাংক। এই ব্যাংকের সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে ঋণগ্রহীতাদের কাছে। অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক ছাড়াও আর্থিক জরিমানার মুখোমুখি হয়ে সাজা পেয়েছে LIC হাউজিং ফাইন্যান্স।

Advertisements

আরও পড়ুন ? RBI Announcement: কত বছর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না করলে বন্ধ হয়ে যায়, পুনরায় খোলার নিয়ম কী

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই দুই আর্থিক প্রতিষ্ঠানের উপর জরিমানা আরোপ করার পরিপ্রেক্ষিতে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, লোন সংক্রান্ত নির্দেশ অমান্য করার জন্যই আর্থিক জরিমানার মুখোমুখি হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের উপর এক কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

অন্যদিকে একইভাবে LIC হাউজিং ফাইন্যান্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরিচালিত নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি-হাউজিং ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে সেই নিয়ম অমান্য করার জন্য জরিমানার মুখোমুখি হয়েছে। তাদের ৪৯.৭০ লক্ষ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এলআইসি হাউজিং ফাইন্যান্স ছাড়াও আরও একাধিক আর্থিক প্রতিষ্ঠানের উপরও জরিমানা আরোপ করতে ছাড়েনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েছে।

Advertisements