RBI Penalty: Paytm অতীত! এবার RBI-এর কোপে দুটি জনপ্রিয় ব্যাঙ্ক, দিতে হবে কোটি কোটি টাকা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের ব্যাঙ্কগুলিতে জমা থাকা সাধারণ মানুষদের টাকা যাতে সব সময় সুরক্ষিত থাকে তার জন্য সবসময় নজরদারি চালায় কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আর এই নজরদারি চালাতে গিয়েই ধরা পড়ে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি, আর ভুলভ্রান্তি ধরা পড়লেই রীতিমতো কেন্দ্রীয় ব্যাঙ্কের কোপে পড়তে হয় ব্যাঙ্কগুলিকে। সে যত বড়ই ব্যাঙ্ক হোক না কেন অথবা যতই জনপ্রিয় ব্যাঙ্ক হোক না কেন।

Advertisements

সাম্প্রতিককালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে সকল বড় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা। তবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের চ্যাপ্টার এখন অতীত। এবার সামনে এলো আরও দুটি নতুন জনপ্রিয় ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জরিমানা চাপানো।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এবার যে দুটি ব্যাঙ্কের উপর জরিমানা করা হলো সেই দুটি ব্যাঙ্ক হল ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। একাধিক নিয়ম লংঘন করার জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এই দুটি ব্যাঙ্কের ওপর প্রায় ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন নির্দেশিকা অমান্য করার জন্যই এই দুটি ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Metro Smart Card: কলকাতা মেট্রো হচ্ছে আরও স্মার্ট! নয়া ব্যবস্থা কর্তৃপক্ষের

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবৃতি থেকে জানা যাচ্ছে ইয়েস ব্যাঙ্কের ওপর ৯১ লক্ষ টাকা এবং আইসিআইসিআই ব্যাঙ্কের উপর ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেগুলি হল, গ্রাহক পরিষেবা থেকে শুরু করে অভ্যন্তরীণ ও অফিস অ্যাকাউন্ট সংক্রান্ত নির্দেশিকা লঙ্ঘন। মূলত এই ব্যাঙ্ক বহু গ্রাহকদের থেকে বাড়তি চার্জ আদায় করেছে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে। এর পাশাপাশি ২০২২ সালে ইয়েস ব্যাঙ্ক বেশ কিছু গ্রাহকের নামে আভ্যন্তরীণ অ্যাকাউন্ট খুলেছিল। যে সকল অ্যাকাউন্টগুলি থেকে নানান ধরনের অবৈধ কাজ হয়েছে।

আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা হল, ঋণ এবং অগ্রিম সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অমান্য করা। এই ব্যাঙ্কের তরফ থেকে সবকিছু সঠিকভাবে যাচাই না করেই অনেক ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে এবং এর ফলে ব্যাঙ্কের আর্থিক ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। আর এরই পরিপ্রেক্ষিতে আইসিআইসিআই ব্যাঙ্কের উপর এক কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

Advertisements