নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে এখন দেশের বহু মানুষের হাতে রয়েছে ইউপিআই অ্যাপ (UPI)। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক সহজ সরল ব্যবস্থা থাকার কারণেই দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ইউপিআই অ্যাপগুলির। তবে এরই সঙ্গে সঙ্গে আবার বাড়ছে বিভিন্ন ধরনের প্রতারণা। যদিও এই সকল প্রতারণার হাত থেকে এবার রক্ষা করতে নতুন ব্যবস্থা নিয়ে এলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI New Step)। আর এই নতুন ব্যবস্থা গুগল পে, ফোন পে সহ অন্যান্য ইউপিআই অ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর।
পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে দেশে ডিজিটাল ও সাইবার জালিয়াতির সংখ্যা বেড়েছে অন্ততপক্ষে ৭০০ শতাংশের বেশি। গত কয়েক বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জালিয়াতি হয়েছে। স্বাভাবিকভাবেই এত বড় অংকের টাকার জালিয়াতে বিচলিত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। আর এই বিচলিত পরিস্থিতি থেকেই এবার তারা একটি সিস্টেম তৈরি করতে চলেছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠক শেষেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে সিস্টেম আনা হচ্ছে সেটি হবে ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্লাটফর্ম। এই সিস্টেম ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত জালিয়াতির দিকে নজর রাখবে। এমন সিস্টেম লঞ্চ হলে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যেভাবে দিন দিন জালিয়াতি বাড়ছে তাতে লাগাম আসবে।
আরও পড়ুন ? RBI New Repo Rate: সরকার গঠনের আগেই স্বস্তি দিলো RBI, লোনের EMI নিয়ে চিন্তা বাড়লো না ঋণগ্রহীতাদের
ঠিক কিভাবে নতুন এই সিস্টেম কাজ করবে এবং নতুন এই সিস্টেম কবে থেকে লঞ্চ করা হবে সেই বিষয়ে সঠিক ধারণা পাওয়া না গেলেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের ঘোষণা থেকে জানা যাচ্ছে, নতুন সিস্টেমের কাজ হবে ডিজিটাল পেমেন্টকে রক্ষা করা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে সিস্টেম আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়িত হলে প্রতারণার ক্ষেত্রে অনেকটাই বাধা পেতে হবে প্রতারকদের।
নতুন এই সিস্টেম সম্পর্কে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে সকল তথ্য পাওয়া যাচ্ছে তা হল, নতুন এই সিস্টেম রিয়েল টাইমে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের ডেটা শেয়ার করবে। নতুন এই সিস্টেম চালু করার ক্ষেত্রে একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির চেয়ারম্যান হতে পারেন অভয় হোতা, যিনি NPCI এর প্রথম সিইও ছিলেন।