RBI-এ পড়ে রয়েছে দাবিহীন কোটি কোটি টাকা! সহজেই মিলবে ফেরৎ, চালু নয়া ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ মানুষ তাদের প্রতিদিনের কষ্টার্জিত টাকার কিছু অংশ সেভিংস করে থাকেন। মূলত ব্যাঙ্ক (Bank), পোস্ট অফিস (Post Office) সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই সেভিংস করা হয়ে থাকে। এই সকল সমস্ত প্রতিষ্ঠান সবসময়ই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নজরদারিতে থাকে যাতে করে কোন দুর্নীতি না হয় আর গ্রাহকদের টাকা মরে না যায়। কিন্তু এরই মধ্যে আর এক উল্টো ঘটনা সাম্প্রতিককালে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে।

সাম্প্রতিককালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিবৃতি থেকে জানা যাচ্ছে, দাবিহীন অর্থাৎ মালিকানাহীন সেভিংসের পরিমাণ দিন দিন বাড়ছে। বর্তমানে এই ধরনের সেভিংস অর্থাৎ টাকার পরিমাণ দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকা। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই টাকা ফেরত দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করল। গ্রাহকরা যাতে সেই টাকা ফেরত পান তার জন্যই এই বন্দোবস্ত করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ধরনের ঘটনায় টাকা ফেরত দেওয়ার জন্য https://udgam.rbi.org.in একটি পোর্টাল খোলা হয়েছে। যেখানে গ্রাহকদের প্রথমে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার জন্য https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/register লিংকে যেতে হবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর গ্রাহকরা https://udgam.rbi.org.in/unclaimed-deposits/#/login লিংক থেকে লগইন করতে পারবেন। রেজিস্টার করার সময় গ্রাহকদের মোবাইল নম্বর দিতে হবে।

দাবিহীন আমানত সম্পর্কে জানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কেন্দ্রীয় এই যে পোর্টাল করা হয়েছে, তাতে মোট সাতটি ব্যাংকের তথ্য দেওয়া হচ্ছে। সেই সাতটি ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ধনলক্ষ্মী ব্যাংক লিমিটেড, ডিবিএস ব্যাঙ্ক ইন্ডিয়া লিমিটেড এবং সিটি ব্যাংক।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কেন্দ্রীয় যে পোর্টাল করা হয়েছে তাতে গ্রাহকরা লগইন করে দাবিহীন আমানত সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকেই নিজেদের কোন দাবিহীন আমানত থাকলে তা ক্লেইম করতে পারবেন। ক্লেইম করার ১০০ দিনের মধ্যে সমস্ত নথি যাচাই করার পরিপ্রেক্ষিতে যদি দাবী সঠিক হয় তাহলে সেই দাবীহীন আমানত দাবি করা গ্রাহকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।