RBI New Rules: টাকা তোলার নিয়মে বদল! আর টাকা তোলা হবে না এই পদ্ধতিতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

RBI New Rules can no longer be made from the bank in this manner: গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এলো বিশাল সুযোগ। বর্তমানে গ্রাহকদের টাকা রক্ষা করাই হলো RBI এর আসল উদ্দেশ্য। আগে যে পদ্ধতি চালু ছিল তা সম্পূর্ণভাবেই পরিবর্তন করা হলো(RBI New Rules)। কি কঠোর পদক্ষেপ নিলো RBI? অনেকেই ব্যাঙ্কে না গিয়ে বাড়িতে বসে কিংবা ব্যাঙ্কের শাখায় গিয়ে ডেবিট কার্ড ছাড়াই আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার ব্যবস্থা ছিল। অর্থাৎ AePS ব্যবস্থার মাধ্যমে টাকা তোলা কিংবা লেনদেন করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

Advertisements

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, এই AePS ব্যবস্থা আসলে কি? AePS কথাটির ফুলফর্ম হলো Aadhaar enabled Payment System। AePS পদ্ধতি নিয়ে এসেছে National Payment Corporation of India বা NPCI। এটি কিন্তু Google Pay, Phone Pay-র মত UPI ভিত্তিক পেমেন্ট করার ব্যবস্থা। এটি ব্যবহার করতে গেলে আপনার আধার নম্বর‌ই অথেন্টিক UPI নম্বর হিসেবে চিহ্নিত করা হবে। আপনার স্মার্টফোন থেকে সহজেই UPI-র মাধ্যমে AePS ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ই-কর্নার, কিয়স্ক, এটিএম থেকেও আর্থিক লেনদেন করতে পারবেন। এবার এই নিয়মে আনা হবে আমূল পরিবর্তন (RBI New Rules)।

Advertisements

কিভাবে ব্যবহার করা হয় এই AePS-র পদ্ধতি? যদি এর সুবিধা পেতে চান তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে চান কিংবা টাকা পাঠানোর ক্ষেত্রে নিজের আধার নম্বর সবচেয়ে ভাল করে মনে রাখতে হবে। আর লাগবে নিজের ব্যাঙ্কের নাম‌। আপনার ১২ সংখ্যার আধার নম্বর কিন্তু একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। আধার নম্বরের সাহায্যে সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বাকিদের থেকে আলাদা করে চিহ্নিত করা যায়। AePS-র মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধার কার্ড থাকতে হবে এর কোনও মানে নেই। অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে যাকে টাকা পাঠাবেন তারও AePS অ্যাকাউন্ট থাকতে হবে। আবার ওই ব্যক্তির যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক না থাকে তাহলে এই পদ্ধতিতে আর্থিক লেনদেন করা যাবেনা। তবে এই ব্যবস্থার মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হলে আঙুলের ছাপ স্ক্যান করতে হয়। এই পদ্ধতি কিন্তু আর কার্যকরী হবেনা (RBI New Rules)।

Advertisements

আরও পড়ুন ? Monthly Pension Plan: মাসে মাসে ২০ হাজার টাকা পেনশন! সরকারি এই প্রকল্প আপনার ভবিষ্যৎ করবে সুরক্ষিত

কিন্তু AePS সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা আর্থিক লেনদেন করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। সাধারণত আধার কার্ড সাপোর্টেড এই পেমেন্ট সিস্টেমে আঙুলের ছাপ খুবই গুরুত্বপূর্ণ। এই কাজ ব্যাঙ্কগুলোর মিনি সার্ভিস সেন্টার বা গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলোতে হতো। এখানেই হচ্ছে জালিয়াতি, কারণ গ্রাহকদের আঙুলের ছাপ চুরি করে সহজেই অ্যাকাউন্টের টাকা সরিয়ে দিচ্ছে। তাই এই প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI New Rules)।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিটি বাণিজ্যিক ব্যাঙ্ককে চিঠি দিয়েছে। সেই কারণে NPCI নির্দেশ দিয়েছে AePS ব্যবস্থায় লেনদেন সম্পূর্ণ বন্ধ করা হবে। তবে কেউ কেউ ছাড় পাবে এখনো। যেমন, যেসব গ্রাহক গত ১২ মাস ধরে AePS সিস্টেমের দ্বারা লেনদেন করছেন তাঁদের ক্ষেত্রেই এই কঠোর নিয়ম চালু করা হবে। যারা AePS ব্যবস্থার দ্বারা প্রতারিত হয়েছেন, তাঁদের ক্ষেত্রেও এই ব্যবস্থা ইতিমধ্যেই বন্ধ করা হবে।

Advertisements