নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি ব্যাংক যাতে নির্দিষ্ট নিয়ম মেনে চলে তার জন্য কড়া হাতে অভিযান চালাতে দেখা যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। এই সকল নিয়ম ভঙ্গ করার কারণে যেমন জরিমানা করা হয় ঠিক সেই রকমই আবার গুরুতর নিয়ম ভঙ্গের জন্য লাইসেন্স বাতিলও হয়ে থাকে। এছাড়াও সাময়িক সময়ের জন্য আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়া হয়।
দেশের সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন তদারকি চালায়। মূলত গ্রাহকরা যে ব্যাংকে নিজেদের আমানত জমা রাখছেন সেই আমানত যাতে ঠিকঠাক থাকে তার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন সময় এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সকল পদক্ষেপে এবার একসঙ্গে ১৩ টি ব্যাংক জরিমানার সম্মুখীন হল। নিয়মিত ভঙ্গ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সকল ব্যাংকের অধিকাংশই হল সমবায় ব্যাংক। যাদের মধ্যে আবার একটি সমবায় ব্যাংক রয়েছে কলকাতায়।
যে সকল ব্যাঙ্ককে এমন জরিমানার সম্মুখীন করা হয়েছে সেগুলি হল শ্রী কন্যাক নগরী সহকারী ব্যাঙ্ক, বৈদ্যনাথ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, ওয়াই আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক, প্রিমিয়ার কো-অপারেটিভ ব্যাঙ্ক, পাটন নাগরিক সহকারী ব্যাঙ্ক, তুরা আরবান সমবায় ব্যাঙ্ক, নাগরিক সহকারী ব্যাঙ্ক, জিজাউ কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্ক, ইস্টার্ন অ্যান্ড নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কো-অপ ব্যাঙ্ক, জেলা সহকারি কেন্দ্রীয় ব্যাঙ্ক মর্যাদিত, নাগরিক সহকারি ব্যাঙ্ক মর্যাদিত, জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাঙ্ক মর্যাদিত এবং জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাঙ্ক মর্যাদিত।
এই সকল ব্যাংকের মধ্যে ইস্টার্ন অ্যান্ড নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কো-অপ ব্যাঙ্কের সদর দপ্তর রয়েছে কলকাতায়। এই সমবায় ব্যাংককেও জরিমানা করা হয়েছে নিয়ম ভঙ্গ করার জন্য। যে সকল ব্যাংকগুলিকে জরিমানা করা হয়েছে সেগুলিকে দুই থেকে চার লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।