ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের নিয়মে আসছে বদল, এই সকল সুবিধা বাড়বে গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে নগদের লেনদেন অনেক কমে এসেছে। নগদের লেনদেনের জায়গা দখল করছে ডিজিটাল লেনদেন (Digital Payments)। আবার এই ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে যেমন দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ইউপিআইয়ের (UPI), ঠিক সেই রকমই আবার প্রতিনিয়ত বেড়ে চলেছে ক্রেডিট কার্ড (Credit Card) এবং ডেবিট কার্ডের (Debit Card) ব্যবহার। গ্রাহকদের হাতে বিপুল পরিমাণে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড পৌঁছে যাওয়ার ফলে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে এমন একটি নিয়ম জারি করা হচ্ছে যাতে গ্রাহকরা অনেক সুবিধা পাবেন।

ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের ক্ষেত্রে ভারতে বিভিন্ন সংস্থার কার্ড রয়েছে। সেই সকল সংস্থার কার্ডের পেমেন্টের ক্ষেত্রে নিয়মে নানান ফারাকও দেখা যায়। কিন্তু এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন এক ব্যবস্থা নিচ্ছে যাতে এই ফারাক অর্থাৎ পার্থক্য দূর হয়ে যাবে। বিভিন্ন সংস্থার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মধ্যে থাকা ফারাক দূর হয়ে গেলে গ্রাহকরাই অনেক সুবিধা পাবেন।

লক্ষ্য করলে দেখা যাবে গ্রাহকদের কাছে যে সকল ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড রয়েছে তার কোন কোন কার্ড হয়ে থাকে আমেরিকান এক্সপ্রেসের, আবার কোন কোনটি হয়ে থাকে ভিসা, আবার কারো কাছে রয়েছে ভারত সরকারের রূপে কার্ড। কিন্তু এই সকল কার্ড থেকে পেমেন্ট করার সময় দেখা যায় অনেক জায়গাতেই সব কার্ডের পেমেন্ট হয় না। অর্থাৎ কোথাও আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে পেমেন্ট হলেও ভিসা কার্ড বা রূপে দিয়ে পেমেন্ট হয় না। ঠিক উল্টোটাও দেখা যায়। ভিসা বা রূপে কার্ড দিয়ে পেমেন্ট হলেও আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে পেমেন্ট হয় না।

অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে এই ধরনের সমস্যা লক্ষ্য করার পাশাপাশি বিভিন্ন শপিংমল বা দোকানে পেমেন্ট করার ক্ষেত্রেও এরকম সমস্যা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে গ্রাহকদের কাছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড থাকলেও তারা পেমেন্ট করতে পারেন না। এই ধরনের সমস্যা দূর করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নিয়ম জারি করছে তাতে সব জায়গাতেই আমেরিকান কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, রূপে কার্ড সহ অন্যান্য যে সকল কার্ড রয়েছে সবকিছু দিয়ে পেমেন্ট হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন নিয়ম জারি করার ফলে ডিজিটাল লেনদেন বা কার্ড মারফত পেমেন্ট করার প্রচলন আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এক্ষেত্রে রূপে কার্ড আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। কেননা এই নিয়ম চালু হওয়ার পর আমেরিকান এক্সপ্রেস, ভিসা অথবা মাস্টার কার্ডের ক্ষেত্রে যে সকল সুবিধা পাওয়া যেত সেই সকল সুবিধাও চালু হয়ে যাবে রূপে কার্ডে।