RBI নিয়ে এলো কনসেপ্ট নোট, কীভাবে কাজে লাগাবেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার নিয়ে এলো ডিজিটাল কারেন্সির কনসেপ্ট নোট। এই ডিজিটাল নোট আনার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি e-rupee চালু করা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তবে আপাতত তা পাইলট প্রজেক্ট হিসাবে এবং বিশেষ ক্ষেত্র হিসাবে চালু করার পরিকল্পনা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

Advertisements

এই কনসেপ্ট নোট প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, CBDCs সম্পর্কে দেশের মানুষদের অবহিত করার জন্য এমন কনসেপ্ট নোট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কিভাবে ধাপে ধাপে ডিজিটাল মুদ্রা চালু করা যায় তার ওপর গুরুত্ব দেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল বক্তব্য হলো, দেশ জুড়ে কিভাবে সহজেই CBDC চালু করা যায় তার একটি স্বচ্ছ ধারণা দেশের মানুষদের সামনে তুলে ধরা। পাশাপাশি এর সুবিধা এবং এর ঝুঁকি সম্পর্কেও সাধারণ মানুষকে অবহিত করা সম্ভব হবে। এই কনসেপ্ট নোট প্রকাশ করার মধ্য দিয়ে মনে করা হচ্ছে তাড়াতাড়ি ডিজিটাল রুপি চালু হবে ভারতে।

Advertisements

কিভাবে এই ডিজিটাল রুপি দেশে তাড়াতাড়ি চালু করা হবে তা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এর ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ এই কনসেপ্ট নোট প্রকাশ করার অর্থ হলো দেশে ডিজিটাল মুদ্রা প্রকাশ করার ক্ষেত্রে একধাপ এগোনো।

CBDC সম্পর্কের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা লিগ্যাল টেন্ডারের ডিজিটাল রূপ। এটি বর্তমানে যে টাকার রয়েছে তার সমতুল্য। কিন্তু এর আকার ভিন্ন। এর মাধ্যমে ভারতীয় মুদ্রার দর হিসাবে অন্যান্য আর্থিক লেনদেনের মতোই লেনদেন করা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো নিরাপদে সঞ্চয় করা যাবে। পাশাপাশি এটি কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিটেও থাকবে।

Advertisements