Advertisements

শুধু নোট নয়, এবার ATM থেকে বেরোবে কয়েনও, কবে হবে চালু

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : টাকা লেনদেনের ক্ষেত্রে এখন দেশের অধিকাংশ মানুষ ATM নির্ভর হয়ে পড়েছেন। এর ফলে নগদ পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের শাখায় দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয় না গ্রাহকদের। টাকা পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনেক বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানুষ যখন দিন দিন এটিএম নির্ভর হয়ে পড়ছেন সেই সময় তাদের জন্য বিভিন্ন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসির বৈঠক শেষ হয় বুধবার। গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে রেপো রেট বৃদ্ধির ঘোষণা করে। এছাড়াও কিউআর (QR Code) কোড ভিত্তিক এটিএম পরিষেবা চালু করার ঘোষণা করা হয়। এরই সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় এটিএম থেকে কয়েন (Coin) দেওয়ারও।

Advertisements

আমরা প্রত্যেকেই জানি এটিএম থেকে বের হয় নোট। তবে এটিএম থেকে নোট বের হওয়ার ফলে খুচরো নিয়ে সমস্যা তৈরি হয়। সেই সমস্যা দূর করার ক্ষেত্রে এটিএম থেকে এবার যে কয়েন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা অনেকটাই উপকারে আসবে বলে মনে করা হচ্ছে। তবে এর জন্য বিশেষ ধরনের এটিএম বসানোর ব্যবস্থা করা হবে।

Advertisements

নোটের বদলে কয়েন যাতে এটিএম থেকে পাওয়া যায় তার জন্য UPI ভিত্তিক ভেন্ডিং মেশিন বসানো হবে। এই ব্যবস্থা শুরু হচ্ছে পাইলট প্রজেক্ট হিসেবে এবং পরে তা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। পাইলট প্রজেক্ট হিসাবে আপাতত দেশের ১২টি শহরে এই ধরনের এটিএম মেশিন বসানো হবে বলে জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “এই পদক্ষেপ নেওয়া হচ্ছে মূলত বাজারে কয়েনের অভাব দূর করার জন্য। প্রাথমিক পর্যায়ে দেশের ১২টি শহরে এই পাইলট প্রজেক্ট শুরু হবে। এই QR কোড ভিত্তিক ভেন্ডিং মেশিনগুলি UPI এর মাধ্যমে ব্যবহার করা যাবে। এগুলি থেকে নোটের পরিবর্তে পাওয়া যাবে কয়েন।” যদিও কবে এই পরিষেবা চালু হবে তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি।

Advertisements