RBI took this decision on the repo rate after a 3-day meeting: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট (Repo Rate) নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই এর তরফ থেকে তিন দিনের বৈঠকের পর রেপো রেট নিয়ে এই নয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে নতুন সিদ্ধান্তে? রেপো রেট স্থির থাকছে ৬.৫০ শতাংশে। মোট সপ্তমবার রেপো রেট স্থির রাখা হয়েছে। গ্রাহকদের উপর কোনরকম প্রভাব পড়বে না এমনটাই আশা করা যাচ্ছে।
যেসব গ্রাহকরা হোম লোন নিয়ে থাকেন তারা কিন্তু ২০২২ সাল থেকে রেপো রেট (Repo Rate) বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। ২০২২ সালের মে মাসে রেপো রেট ছিল ৪ শতাংশে, দু বছরের মধ্যেই সেই রেপো রেট বেড়ে হয়েছে ২.৫ শতাংশ। যেসব গ্রাহকরা ব্যাংক থেকে হোম লোন নিয়ে থাকেন তাদের সুদের হার বেড়ে গেছে প্রায় দুই শতাংশ। আমজনতাকে হোম লোনের ইএমআই দিতে গিয়ে রীতিমতো হিমশিম যেতে হচ্ছে।
রেপো রেট (Repo Rate) বৃদ্ধি নিয়ে কি বলেছে Reserve Bank of India? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশের মুদ্রা স্মৃতির হার অনেকটাই কমে গেছে বর্তমানে। কিন্তু এত কিছুর পরেও তার চার শতাংশর ওপরেই রয়েছে এবং সবথেকে বড় লক্ষ্য হলো এটিকে ৪ শতাংশের নিচে নামানোর।
আরও পড়ুন ? Lakshmir Bhandar: ১ হাজার নয়, ১০ হাজার! লক্ষ্মীর ভান্ডার নিয়ে খেলা শুরু করে দিল কংগ্রেস
আপনাদের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক কিভাবে হোম লোনের সঙ্গে এটি জড়িত। রেপো রেটের সঙ্গে লোনের একেবারে সরাসরি সম্পর্ক রয়েছে। সাধারণত বিভিন্ন ব্যাঙ্ক যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্কের থেকে ঋণ নেয় সেটাই হলো রেপো রেট (Repo Rate) । বর্তমানে রেপো রেট ৬.৫০ শতাংশ থাকার অর্থ হল, কোনও ব্যাঙ্ক যদি RBI -এর থেকে ঋণ নেয় সেই ব্যাংকেও ৬.৫০ শতাংশ সুদ দিতে হবে। সমস্ত ব্যাংক সেই টাকা দিয়ে কিন্তু সাধারণ মানুষকে লোন দিয়ে থাকে। তার উপর ব্যাঙ্ক নিজের অংশের সুদও চাপায়। যদি এইভাবে রেপো রেট বাড়ে, তাহলে ব্যাঙ্কগুলোও সুদের হার বৃদ্ধি করতে শুরু করে। যার সোজাসুজি চাপ পড়ে যায় সাধারণ মানুষের ওপর।
এই সিদ্ধান্তের ফলে হোম লোনের সংখ্যা বেড়েছে নাকি আগের থেকে অনেকটাই কমে গেছে? এই বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু রেপো রেট স্থির রেখেছে, হোম লোনের সুদের হার এখন অবধি স্থির আছে। যদি রেপো রেট বাড়ত সে ক্ষেত্রে কিন্তু সুদের হার বাড়ত। যেহেতু EMI বাড়ছে না তাই এমন পরিস্থিতিতে হোম লোনে সুদের হার একই থাকছে। বহু বিশেষজ্ঞের মতে, চলতি বছরের অগাস্ট নাগাদ রেপো রেট কমতে পারে। যারা হোম লোন নিয়ে থাকেন তাদের জন্য এটি স্বস্থির খবর।