ইন্টারনেট ছাড়াই ডিজিটাল লেনদেন, নয়া দিন আনছে RBI

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রে মোদি সরকার আসার পর থেকেই প্রথম লক্ষ্য হয়ে ওঠে ডিজিটাল লেনদেনকে উচ্চতার শিখরে তোলার। সেই মোতাবেক একের পর এক পরিকল্পনা গ্রহণ করতেই এই ডিজিটাল লেনদেন ঊর্ধ্বমুখী হয় দেশে। অন্যদিকে করোনার কারণে দেশে লকডাউন জারি হতেই এই ডিজিটাল লেনদেন আরো ত্বরান্বিত হয়। তবে লক্ষ্য এখানেই থেমে থাকছে না।

Advertisements

দেশে ডিজিটাল লেনদেনকে আরও ত্বরান্বিত করার জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুন এই উদ্যোগে নয়া দিন আনতে চলেছে তারা। বর্তমানে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহৃত হয়, তবে তা ব্যবহার করতে স্বচ্ছল স্মার্টফোন ব্যবহারকারীরাই। স্মার্টফোনে ইন্টারনেট এবং অ্যাপের মাধ্যমে এই ডিজিটাল লেনদেন হয়ে থাকে। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইছে এমন এক ব্যবস্থা আনা হোক যাতে করে ইন্টারনেট ছাড়াই ইউপিআই পদ্ধতিতে লেনদেন করা যায়।

Advertisements

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি প্রকাশ করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়লেও এখনো পর্যন্ত একটি বড় অংশের মানুষ ফিচার ফোন ব্যবহার করে থাকেন। স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন পে, গুগোল পে, অ্যামাজন পে সহ বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে এই ডিজিটাল লেনদেন করে থাকেন।

Advertisements

কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এইসকল অ্যাপের উপর নির্ভরশীল না হয়ে নিজস্ব ওয়ালেট তৈরি করার চিন্তাভাবনা শুরু করছে। তবে কবে এই বিষয়ে ঘোষণা করা হবে তা জানানো না হলেও খুব শীঘ্রই এই সুখবর আসতে চলেছে বলে জানা যাচ্ছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২১ সালের অক্টোবর মাস পর্যন্ত ট্রাইয়ের রিপোর্ট রয়েছে তাতে ভারতের মোট ১১৮ কোটি মোবাইল ব্যবহারকারীদের মধ্যে ৭৪ কোটি মোবাইল ব্যবহারকারীর স্মার্টফোন রয়েছে। সুতরাং এই রিপোর্টেই স্পষ্ট এখনো পর্যন্ত দেশের কত সংখ্যক মানুষ ফিচার ফোন ব্যবহার করেন। ফিচার ফোনে এনইউইউপি পদ্ধতি ব্যবহার করে টাকা লেনদেন করার উপায় থাকলেও তা চালু হয়নি। খুব শীঘ্রই এই পদ্ধতিকে কাজে লাগিয়েই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিচার ফোনে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করবে।

Advertisements