WhatsApp tricks: কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিলিট করে দিয়েছে! এখন সেই ম্যাসেজও পড়তে পারবেন সহজেই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Read deleted messege on WhatsApp by a simple tricks: হোয়াটসঅ্যাপ হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল মেসেজিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আমরা বন্ধু, পরিবার, সহকর্মীদের সাথে বার্তা, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি আদান-প্রদান করতে পারি। WhatsApp-এ একটি ফিচার রয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পাঠানো মেসেজ ডিলিট করতে পারে। এই ফিচারটি ব্যবহার করে কেউ যদি ভুল করে কোনও মেসেজ পাঠিয়ে দেয় তবে সেটিকে ডিলিট করে দিতে পারে। কিন্তু অনেক সময় আমরা এমন কিছু মেসেজ পাই যা পাঠক ডিলিট করে দেয়। তখন আমরা সেই মেসেজটি পড়তে পারিনা। জানুন কিছু উপায় যার দ্বারা আপনি পড়তে পারবেন মেসেজটি (WhatsApp tricks)।

Advertisements

হোয়াটসঅ্যাপ কিন্তু মানুষের জীবনে এক বিরাট পরিবর্তন এনেছে। এর দ্বারা আপনি সহজেই ছবি, দরকারি তথ্য ও অন্যান্য ডকুমেন্ট পাঠাতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে। এছাড়া বিভিন্ন ছবি, ভিডিও, কনট্যাক্ট ও লোকেশন সহজেই পাঠানো যায় কাছের মানুষকে। সংস্থা শুধুমাত্র চ্যাটিংয়ের জন্য নিত্যদিন নতুন নতুন ফিচার্স নিয়ে আসে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে (WhatsApp tricks)। হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে ‘Delete for Everyone’ ফিচার্স নিয়ে আসা হয়েছিল ৷ এর জেরে বেশ অনেকটাই সুবিধা হয়েছিল ব্যবহারকারীদের৷ যদি কখনও ভুল করে কোনও মেসেজ ডিলিট হয়ে যায় তারও উপায় আছে।

Advertisements

যখন স্বাভাবিক ভাবেই আপনি নিজের চ্যাটে ডিলিটেড মেসেজ লেখা দেখেন আপনার মনে প্রশ্ন জাগে যে এমন কি ছিল চ্যাটে যেটা ডিলিট করে দিলেন সেন্ডার৷ এখন আপনাকে এই নিয়ে আর ভাবতে হবেনা কারণ প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যেতে পারেন৷ এখন ডিলিট হওয়া মেসেজ সহজেই পড়তে পারবেন (WhatsApp tricks)৷ অ্যান্ড্রয়ড ব্যবহারকারীদের এর জন্য থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে৷

Advertisements

হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলেন একাধিক মেসেজ ডিলিটেড দেখাচ্ছে? সেন্ডার কি এমন পাঠিয়েছিলেন যেটা ডিলিট করে দিতে হল সেটা জানতে চান? তাহলে কী করতে হবে। হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ পড়ার জন্য? অনেকগুলি থার্ড পার্টি অ্যাপ রয়েছে (WhatsApp tricks) এই ধরনের মেসেজ পড়ার জন্য। এই অ্যাপগুলি ব্যবহার করে আমরা সহজেই ডিলিট করা মেসেজ পড়তে পারি। এই অ্যাপগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল WhatsRemoved+। এই অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করা যায়।

এই অ্যাপ ডাউনলোড করার পর কয়েকটি Permission দিতে হবে৷ ‘Delete for Everyone’ করা সমস্ত মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে। ডিলিটেড মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ৷ তাহলে আপনি ডিলিট হওয়ার পরও এই অ্যাপে মেসেজ পড়তে পারবেন। কিন্তু iOS বা আইফোনে থার্ড পার্টি অ্যাপে মেসেজ সেভ হওয়া এই সুবিধা পাওয়া যায় না ৷

Advertisements