The real meaning of tattoo of Nusrat Jahan came to the fore: কিছুদিন আগে পর্যন্তও ব্যবসায়ী নিখিল জৈন, নুসরাত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্তকে নিয়ে কত কানাঘুষো শোনা যাচ্ছিল টলিউডের অভ্যন্তরে। নুসরত জাহান ধুমধাম করে বিয়ে করেছিলেন ব্যবসায়ী নিখিলকে। কিন্তু এরপর যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। বর্তমানে যশ দাশগুপ্তের সঙ্গে এবং নিজের পুত্র সন্তানকে নিয়ে বেশ ভালোই দিন কাটছে অভিনেত্রীর। কিন্তু নুসরতকে নিয়ে টলিউডের ফিসফিসানি যেন থামতেই চায় না। কারণ এবার দেখা গেল নিখিল বা যশ কেউই নন, তার বুকের ট্যাটুতে (Nusrat Jahan Tattoo) লেখা অন্য পুরুষের নাম।
সম্প্রতি অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত অভিনয়ের কাজের পাশাপাশি প্রথমবার হাত লাগিয়েছেন প্রযোজনার কাজে। গত শুক্রবার মুক্তি পেয়েছে নুসরত এবং যশ এর প্রথম প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’। ছবিটির নাম প্রথমে মেন্টাল রাখা হলেও সেন্সর বোর্ড এর কাছে নাম নিয়ে ধাক্কা খায় ছবিটি এবং এর নাম রাখা হয় সেন্টিমেন্টাল। এই ছবিটি পরিচালনা করেছেন বাবা যাদব।
কিন্তু এসব কিছুর মাঝেই দর্শকের চোখ পড়েছে নুসরাতের বুকের একপাশে ট্যাটুর (Nusrat Jahan Tattoo) মাধ্যমে লেখা থাকা অন্য পুরুষের নামে। আসলে অভিনেত্রী সাংসদের বুকে থাকা ট্যাটুতে লেখা আছে ‘ভিক্টরি’। কিন্তু ইংরেজি ভিক্টরি শব্দের বাংলা প্রতিশব্দ বিজয় অর্থাৎ জয়লাভ করা। কিন্তু কানাঘুষো খবর বলছে এই ট্যাটু আসলে লেখা হয়েছে অন্য ইঙ্গিতে। এই ট্যাটুর মধ্যেই জড়িয়ে আছে নুসরতের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা অন্য এক পুরুষের নাম।
নুসরতের বেশ কিছু ঘনিষ্ঠ মহলের দাবি অনুসারে জানা যাচ্ছে এই ভিক্টরি আসলে বিজয় নয়, এটি হলো ভিক্টর। তিনি হলেন অভিনেত্রী নুসরতের ছোটবেলার বিশেষ বন্ধু। শোনা যায় ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন নুসরত। যদিও এই কথা কখনোই স্বীকার করেননি অভিনেত্রী। শোনা যায় পরবর্তীকালে ভিক্টর নামটির সঙ্গে আলাদা করে একটি ‘ওয়াই’ যোগ করে ট্যাটু (Nusrat Jahan Tattoo) টিকে তিনি ‘ভিক্টরি’ করে নিয়েছেন।