নিজস্ব প্রতিবেদন : করোনাকালে গত বছর মে মাসের পর চলতি বছরের মে মাসে পুনরায় একটি ঘূর্ণিঝড় আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে ওড়িশা উপকূলে। ওড়িশা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও এর যথেষ্ট প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। যে কারণে এই প্রভাব রুখে দিতে প্রশাসনিকভাবে তৎপরতা এবং সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তীব্র গতিতে আছড়ে পড়তে চলা ঘূর্ণিঝড় ইয়াস বা যশ সম্পর্কে প্রতিনিয়ত বিভিন্ন সংবাদমাধ্যম এবং মৌসম ভবনের রিপোর্ট থেকে এর গতিবিধি সম্পর্কে নানান তথ্য মিলছে। তবে এছাড়াও বর্তমান অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির যুগে যে কেউ চাইলেই প্রতিটি ঘূর্ণিঝড়ের রিয়্যাল টাইম গতিবিধি ট্র্যাক করতে পারেন।
ঘূর্ণিঝড়ের রিয়্যাল টাইম গতিবিধি ট্র্যাক করার জন্য সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট রয়েছে। সেই সকল সম্পর্কে নানান তথ্য দেওয়ার পাশাপাশি আমরা একটি গ্রাফিক তুলে ধরবো যাতেও আপনি খুব সহজে প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের রিয়্যাল টাইম গতিবিধি অর্থাৎ কোথায় রয়েছে কোন দিকে যাচ্ছে তা জেনে নিতে পারবেন সহজে।
ঘূর্ণিঝড় ইয়াসের সমস্ত রকম আপডেট পাওয়া যেতে পারে mausam.imd.gov.in, UMANG অ্যাপ, www.hurricanezone.net, www.rsmcnewdelhi.imd.gov.in এই সকল ওয়েবসাইট থেকে।
ইয়াস বা যশ ঘূর্ণিঝড়ের রিয়্যাল টাইম গতিবিধি
উল্লেখ্য, IMD-এর তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে সকাল ৮টা নাগাদ যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র বর্তমানে ধারামা থেকে পূর্বে ৪০ কিমি এবং বালাসোর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে।