Reason behind there is no reverse gear in bike: যারা বাইক চালায় তারা সবাই আশা করে যাতে বাইকে একটি রিভার্স গিয়ার থাকে কিন্তু এই স্বপ্ন তাদের পূরণ হয়না। বাইকে যদি রিভার্স গিয়ার (Bike Reserve Gear) থাকতো সহজেই বাইকটিকে পিছনে নিয়ে আসা যেত, নকি পিছনে ঠেলে যেকোন গলিতে পার্ক করা যেত। কিন্তু সে গুড়ে বালি, কারণ বেশিরভাগ মোটরসাইকেলে থাকেনা কোনো রিভার্স গিয়ার।
যেকোনো বাইক সংস্থা এটাই মনে করে যে, বাইক একটি কমপ্যাক্ট বাহন। তাই রিভার্স গিয়ার এতে দরকার পরে না। আবার চার চাকার গাড়িতে বড় হুইলবেস থাকে, সেই কারণে বড় গাড়িকে রিভার্স নেওয়ার কোন প্রয়োজন পড়ে না। বাইকে সাধারণত রিভার্স গিয়ার (Bike Reserve Gear) নেবার দরকার পড়ে না। তাহলে আশা করি পরিষ্কার হয়ে গেল কেন বাইকে রিভার্স গিয়ার থাকে না।
আবার কিছু কিছু বাইকে থাকে না ব্যাক গিয়ার যেমন কম্পিউটার মোটরসাইকেল, স্পোর্টস বাইক, ত্রুজার। কিন্তু এইসব বাইকগুলি ওজনের সত্যিই খুব হালকা হয় সেই কারণে এই ফিচার এর দরকার পড়ে না। এমন অনেক বাইক আছে যেগুলো ওজনে ভারী, সেক্ষেত্রে কিন্তু এই ফিচারটির দরকার পড়ে। আসলে ভারী বাইক গায়ের জোর দিয়ে পিছনে বারবার ঠেলা কারো পক্ষেই সম্ভব হয়না। তাই কিছু বাইকে এই ফিচার (Bike Reserve Gear) দেখা যায়। Honda Gold Wing Tour, BMW K1600 এবং BMW R18 তে দেখা যায় রিভার্স গিয়ার।
BMW R18 কিন্তু এই ফাংশন অপশনাল হিসাবে থাকে। এর জন্য থাকে একটি ইলেকট্রিক মোটর। তার দ্বারাই ধীরে ধীরে বাইক রিভার্সে আনা যায়। মোটরগুলো নির্ভর করে ব্যাটারির উপর। তাই আপনি চাইলেও রিভার্স গিয়ারের মাধ্যমে কিমির পর কিমি যেতে পারবেন না।
রিভার্স গিয়ার কিন্তু শুধুমাত্র অল্প সময় কিংবা অল্প দূরত্বের জন্য ব্যবহার করা হয়। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলের নিচেই এই সুইচ থাকে। আপনি প্রেস করে এটি ব্যবহার করতে পারেন। ভারী ওজনের মোটরসাইকেলের মতো বর্তমানে বেশ কিছু ইলেকট্রিক স্কুটারেও পাওয়া যাচ্ছে রিভার্স গিয়ার। Ather 450, Ather 450X, TVS iQube, Bajaj Chetak যার মধ্যে অন্যতম। কিন্তু কখনোই এটি সবসময় ব্যবহার করা উচিত না বলে জানিয়েছে সংস্থাগুলি।