Railway Station: রেল স্টেশনের নামের পাশে রোড কথাটি লেখার পিছনের আসল রহস্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

Railway Station: রেল স্টেশনের নামের পাশে রোড বসানো হয় কেন, জেনে নিন আসল কারণ। ভারতের পরিবহন ব্যবস্থার মূল ভীত নির্ভর করছে ভারতীয়দে রেল পরিষেবার উপর। প্রায় কয়েক হাজার ট্রেন ব্যবহার করা হয় রেল পরিষেবা স্বাভাবিক রাখার জন্য। এবং প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ ব্যবহার করে রেল পরিষেবাকে। শুধুমাত্র যাতায়াতের জন্য নয়, অনেকেই এই পরিষেবা ব্যবহার করেন জীবিকা নির্বাহ করার জন্যও। এই রেল পরিষেবাকে ঘিরে রয়েছে একাধিক ঐতিহাসিক কাহিনী। এমন অনেক বিষয় রয়েছে যা আজও আমাদের কাছে অজানা। রেল স্টেশন (Railway Station) সম্পর্কিত এমনই একটি জানা অথচ অজানা বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে।

Advertisements

প্রত্যেকটি রেলস্টেশনকে (Railway Station) আলাদা আলাদা নামে চিহ্নিত করা হয়। এক একটি রেল স্টেশনের নামের পিছনে লুকিয়ে থাকে এক একটি কাহিনী। বেশ কিছু রেল স্টেশন রয়েছে যে স্টেশনগুলির নামের সাথে যুক্ত রয়েছে রোড শব্দটি। গোটা ভারতবর্ষ জুড়ে এমন রেলস্টেশনের সংখ্যা একাধিক। পশ্চিমবঙ্গের বুকে রয়েছে এমন অনেকগুলি রেলস্টেশন। যেমন বিধাননগর রোড, অশোকনগর রোড, শাসন রোড, হাড়োয়া রোড। আরো অনেক আছে। কিন্তু স্টেশনের নামের পাশে এই রোড শব্দটি যুক্ত করার কারণ কি?

Advertisements

রোড শব্দটি মূলত স্টেশনটির অবস্থান নির্দেশ করে। স্টেশনে নামের পিছনে যদি রোড শব্দযুক্ত থাকতে দেখেন, তাহলে বুঝে নিতে হবে ওই স্টেশনটি মূল শহরের মধ্যে অবস্থিত নয়। মূল শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই রেলস্টেশন (Railway Station)। তবে রেলস্টেশন থেকে মূল শহরে যাওয়ার সোজা রাস্তা পেয়ে যাবেন আপনি। রোড শব্দটির অর্থটা এতটাই বিস্তারিত।

Advertisements

আরো পড়ুন: ট্রেন মিস করলেও ওই টিকিটেই উঠতে পারবেন ট্রেনে, রেলের একটি নিয়ম উপকারে আসে অনেকের

কোন স্টেশনের নামের পাশে রোড শব্দ বসানো দেখেন। মানে এটা বোঝানো হচ্ছে যে, নির্দিষ্ট স্টেশন থেকে মূল শহর কিছুটা দূরে অবস্থিত হলেও, স্টেশন থেকে শহরে পৌঁছানোর সরাসরি রাস্তা রয়েছে। খুব সহজেই আপনি সেই রাস্তা ধরে মূল শহরে প্রবেশ করতে পারবেন। তবে অনেক সময় রেল স্টেশন (Railway Station) থেকে শহরের দূরত্ব খুব বেশি হয় না। কিন্তু তারপরও যদি সেখানে রোড বসানো দেখেন তাহলে বুঝে নিতে হবে রেল স্টেশনটি মূল শহরের প্রাণকেন্দ্রের কাছাকাছি নেই। সহজেই শহরে পৌঁছানো সম্ভব। কিন্তু শহরের মূল ভিত্তিতে পৌঁছতে সময় লাগবে। শহরে পৌঁছনোর সোজা রাস্তা আছে বলেই এই স্টেশনগুলির নামের সাথে রোড শব্দটিকে যুক্ত করা হয়েছে।

বিধান নগর রোড অথবা অশোকনগর রোড এই স্টেশনগুলি মূল শহরের থেকে কিছুটা দূরে এই অবস্থিত। কিন্তু দুটি স্টেশন থেকে এমন শহরে পৌঁছয়ে সোজা সুবিধা যুক্ত রাস্তা রয়েছে। স্টেশন থেকে মূল কেন্দ্রে পৌঁছতে অতিক্রম করতে হবে মাত্র কয়েক কিলোমিটার। সারা ভারত জুড়ে এমন অনেক রোড যুক্ত রেল স্টেশন (Railway Station) রয়েছে। পশ্চিমবঙ্গে অবস্থিত কয়েকটি স্টেশন হলো বিধান নগর রোড, অশোকনগর রোড, টাকি রোড, শাসন রোড ইত্যাদি।

Advertisements