The reason for the downfall of the once popular mobile brand Micromax Mobile Phone: ব্যবসায় উত্থান পতন লেগেই থাকে। সেই উত্থান এবং পতনের সঙ্গেই তাল মিলিয়ে চলতে হয় ব্যবসায়ী প্রতিটি মানুষ বা সংস্থাকে। তবে অনেক সময় দেখা যায় পরিস্থিতির চাপে ও আরো নানা কারণে কোনো উন্নতির শিখরে থাকা ব্যবসা আর মাথা তুলে দাঁড়াতে পারে না। ঠিক এমনই ঘটনা ঘটেছে এক সময় মোবাইল বাজারে জনপ্রিয়তা অর্জন করা মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা মাইক্রোম্যাক্স (Micromax Mobile Phone) এর সঙ্গে।
একটা সময় মধ্যবিত্ত মানুষের হাতে বাজেট ফ্রেন্ডলি মোবাইল ফোন তুলে দিত মাইক্রোম্যাক্স (Micromax Mobile Phone)। ২০১০ সাল থেকে ধীরে ধীরে বাজারে আত্মপ্রকাশ করতে শুরু করে এই সমস্থা। ২০১৫ সালের এর দিকে ভারতের বাজারে বড় ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করে মাইক্রোম্যাক্স। জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসং এর পরেই সে সময় স্থান ছিল মাইক্রোম্যাক্স এর।
সে সময় ভারতীয় বাজারে বেশ নাম করেছিল মাইক্রোম্যাক্স। ভারতের বাজারে ডুয়াল সিম ফোন চালু করেছিল তারাই। মাইক্রোম্যাক্স এর কিছু কিছু ফোনে আবার তিনটি সিম স্লট ও ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তাদের সেই মোবাইল ফোন গুলিতে। ভারতের বাজারে যেন রকেটের গতিতে উত্থান হয়েছিল এই সংস্থার।
আরও পড়ুন ? Low Range 5G Jio Smartphone: ফের বড় ধামাকা আম্বানির, এবার জলের দরে Jio আনছে 5G স্মার্টফোন
তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাজার টিকিয়ে রাখতে পারেনি তারা। তাদের এই ব্যবসায়িক পথ প্রসঙ্গে অনেকেই মনে করেন জিও তাদের 4G পরিষেবা চালু করার পর মাইক্রোম্যাক্স সংস্থাটি বেশ চাপে পড়ে। কারণ তাদের বেশিরভাগ মোবাইল ফোনই (Micromax Mobile Phone) ছিল 3G পরিষেবা যুক্ত। আর জিও 4G পরিষেবা গ্রহণ করার জন্য সে সময় আগ্রহী হয়ে ওঠেন দেশের মানুষ। ফলে তাদের 3G ফোনের বিক্রি একেবারেই বন্ধ হয়ে যায়।
এরপরেই একদিকে এসে নোট বন্দির ধাক্কা এবং অন্যদিকে আসে একের পর এক স্বল্পমূল্যের চীনা ফিচার ফোন। কম দামে বেশি ফিচার দিয়ে চীনা সংস্থা গুলি সহজেই বাজার দখল করে নেয়। এর ফলে মাইক্রোম্যাক্স আর মাথা তুলে নিজেদের ব্যবসা দাঁড় করাতে পারেনি। তবে মাইক্রোম্যাক্স এখনও টিম টিম করে চলছে এবং তাদের হৃত গৌরব ফিরে পাওয়ার আশায় ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে।