Bike headlight X sign: মোটরবাইকের হেডলাইটে কেন X লেখেন বাইকাররা! নিছক স্টাইল, নাকি অন্যকিছু

Prosun Kanti Das

Published on:

Advertisements

reason for drawing the ‘X’ sign on the headlights of various bikes: আশা করি অনেকেই দেখে থাকবেন বাইকের হেডলাইটের সামনে কালো রংয়ের ‘X’ টেপ আঁকা হয় (Bike headlight X sign)। বহু মানুষ আছেন যারা নিজের মোটরবাইকে এই সাইন লাগিয়েছেন। কিন্তু কজন জানেন এর আসল কারণ? বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত। কেউ কেউ ভাবতে পারেন বাইকাররা কুল দেখাবার জন্য এ কাজ করে থাকেন। আবার অনেকে বলেন এর পিছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য। আসুন জেনে নিই কেনো এরকম করে বাইকাররা।

Advertisements

বিশ্বের বিভিন্ন দেশেই অনেক মোটরবাইকের হেডলাইটের সামনে ‘X’ সাইন দেখা যায়। এই ‘X’ সাইনটি সাধারণত কালো রঙের টেপ দিয়ে আঁকা হয় (Bike headlight X sign)। কিন্তু এই ‘X’ সাইনটি কেন আঁকা হয়, তা অনেকেই জানেন না। এই ‘X’ সাইনটি আঁকার মূল কারণ হলো নিরাপত্তা। বাইক দুর্ঘটনার সময় হেডলাইট ভেঙে যাওয়া একটি সাধারণ ঘটনা। হেডলাইট ভেঙে গেলে রাতের বেলা রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। এতে বাইক চালকের এবং অন্যদেরও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

Advertisements

‘X’ সাইনটি হেডলাইটের সামনে আঁকলে, দুর্ঘটনার সময় হেডলাইট ভেঙে গেলেও তা পুরোপুরি ভেঙে যায় না (Bike headlight X sign)। ‘X’ সাইনটি একটি অংশীয় বাধা হিসেবে কাজ করে। ফলে হেডলাইট থেকে আলো কিছুটা হলেও আসতে পারে। এতে রাতের বেলা রাস্তায় চলাচল করা কিছুটা হলেও নিরাপদ হয়ে ওঠে। এই ধরনের ধারণা দেখা যায় পশ্চিমা দেশের বহু বাইকারদের মধ্যে। তারা মনে করে বাইকের হেডলাইট ভেঙে যেতে পারে। তাই এখনও অনেক মোটরসাইকেলে এমন দৃশ্য চোখে পড়ে। এই অভ্যাস এখনো দেখা যায় ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশেও।

Advertisements

বাইক রেসিংয়েও ‘X’ সাইনটি (Bike headlight X sign) খুব উল্লেখযোগ্য। রেসিংয়ে বাইকের গতি অনেক বেশি থাকে। তাই দুর্ঘটনার ঝুঁকিও বেশি থাকে। ‘X’ সাইনটি হেডলাইট থেকে আলোর ফোকাস কমিয়ে দেয়। ফলে বাইক চালকের দৃষ্টি অন্য দিকে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। হেডলাইটে X টেপ লাগানোর তেমন কোনও তাৎপর্য নেই। পাশাপাশি বর্তমান হেডলাইটগুলির মান যথেষ্ট উন্নত তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। বাইকে শুধুমাত্র নান্দনিক লুক দেওয়ার জন্য এই কাজ করা হয়।

বর্তমান সময়ে যে বাইকগুলি বিক্রি হয় তাতে থাকে টেম্পারড গ্লাস। সেই কারণে পুরনো দিনের স্ট্যান্ডার্ড গ্লাসের থেকে ৪ গুণ বেশি শক্তিশালী। নিরাপত্তার জন্য এই গ্লাস অতীব জরুরি। তাই আধুনিক মোটরসাইকেলগুলিতে X টেপ লাগানোর দরকার পড়ে না। তবে বাইকের হেডলাইটে ‘X’ সাইন আঁকার মাধ্যমে বাইক চালকরা তাদের বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন এবং রাতের বেলা রাস্তায় চলাচল করার সময় নিরাপত্তা বৃদ্ধি করতে পারেন।

Advertisements