The reason for Starlink not being able to launch internet services in India: বিশ্বের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্টারলিঙ্ক (Starlink in India) বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।বেশ অনেকদিন ধরেই স্টারলিঙ্ক চাইছে ভারতের বুকে তাদের স্যাটেলাইট পরিষেবা প্রদান করতে। বিশেষ করে ভারতের বিভিন্ন প্রান্তের গ্রামীন এলাকা, যেখানে যথাযথ ইন্টারনেটের পরিষেবা আজও তেমন ভাবে পৌঁছায়নি সেখানে স্যাটেলাইট এর মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চাইছে স্টারলিঙ্ক। স্যাটেলাইট এর মাধ্যমে ইন্টারনেট এর ডিজিটালাইজেশনের সুবিধা সবার কাছে পৌঁছে দিতে চাইছে এই সংস্থা।
তবে ভারতে পরিষেবা প্রদান করার জন্য বারবার ভারত সরকারের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ককে (Starlink in India)। কারণ ভারত সরকার ইতিমধ্যেই এই সংস্থার কাছে প্রশ্ন তুলেছে যে এই সংস্থার সঙ্গে অংশীদারি ব্যবসায় আর কোন কোন বিদেশী রাষ্ট্র সংযুক্ত হয়ে আছে। এই সমস্ত কিছু তথ্য বিস্তারিত ভাবে না জেনে কোনো ভাবেই এই ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে ভারতে বিনিয়োগ করতে দেওয়া হচ্ছে না।
এর কারণ হিসেবে জানা যাচ্ছে যদি স্টারলিঙ্ক এর সঙ্গে অংশীদারি ব্যবসায় চীনের মতো দেশ জড়িয়ে থাকে, এবং তারা ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদান করে সে ক্ষেত্রে সহজেই ভারতীয় ব্যবহারকারীদের সংরক্ষিত করে রাখা তথ্য গুলি অ্যাক্সেস করা সম্ভব হবে। এদিকে বিনিয়োগকারীদের সম্পর্কে বিস্তারিত কোন তথ্য না দিয়ে ভারত সরকারকে Space X জানিয়েছে তাদের কোন স্টেক হোল্ডার ভারতের প্রতিবেশী রাষ্ট্র হয়।
এই কথা বলা সত্ত্বেও ভারত সরকারের তরফ থেকে স্টারলিঙ্ক কে ভারতে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য ছাড়পত্র দেওয়া হয়নি। এর কারণ হিসেবে জানা গেছে গত বছর ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী আমেরিকান সংস্থা, যার নাম ভেরিজন কমিউনিকেশন, তারা তাদের লাইসেন্স রিনিউ করার জন্য আবেদন করেছিল। সেই সময় তারা নিজেরা জানিয়েছিল তাদের কোন স্টেক হোল্ডার ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়। কিন্তু পরে দেখা যায় এই তথ্যটি সম্পূর্ন ভাবে ভুল।
এই কারণের জন্যই মার্কিন সংস্থা গুলি ভারতে নিজেদের পরিষেবা চালু করার জন্য ভারত সরকারকে যে বিবৃতি দেয় সে গুলির সত্যতার বিষয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। তাই স্টারলিঙ্ককেও যথার্থ তথ্য না দেওয়ার কারণে বহু দিন ধরে ভারতে পরিষেবা চালু করার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে আশা করা যাচ্ছে ভারতে দ্রুত নিজেদের স্যাটেলাইট পরিষেবা প্রদান করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সকল প্রশাসনিক সমস্যা সমাধানের চেষ্টা করবে স্টারলিঙ্ক (Starlink in India)। আর এই প্রশাসনিক সমস্যা গুলি মিটলে সহজেই ভারতবর্ষে তাদের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হয়ে যাবে।