Stripes on compartment: কেন ট্রেনের কামরায় এমন ডোরাকাটা দাগ থাকে? ট্রেনে চড়লেও অধিকাংশরাই জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

The real reason for the Stripes on the side of the door in the train compartment: বর্তমানে ভারতীয় পরিবহন ব্যবস্থার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ভারতীয় রেল। ধনী থেকে দরিদ্র সবাই খুব সহজেই স্বল্প খরচে এবং অল্প সময় পৌঁছে যেতে পারে তাদের গন্তব্যস্থলে। কিন্তু ভারতীয় ট্রেন সম্পর্কে এমন অনেক তথ্য আছে যা সাধারণ মানুষের কাছে একেবারেই অজানা। আজকের সেই সব অজানা বিষয় নিয়ে আমরা আলোচনা করে নেব এই প্রতিবেদনে। লোকাল ট্রেনে নিশ্চয়ই প্রায় চড়েন, কিন্তু কখনো লক্ষ্য করেছেন ওইসব ট্রেনের কামরার নানা চিহ্ন (Stripes on compartment) থাকে?

Advertisements

সাধারণত ট্রেনে আপনি সব থেকে বেশি দেখতে পাবেন হলুদের উপর নানা রঙের ডোরাকাটা দাগ (Stripes on compartment)। এর পেছনের আসল কারণ আদৌ কি আপনার জানা আছে? ভারতীয় রেলের এই ধরনের ডোরাকাটা দাগের পেছনে রয়েছে যাত্রীদের উদ্দেশে ভারতীয় রেলের নানা সংকেত। সেই বিষয়ে আজকে আপনারা জেনে নেবেন বিস্তারিতভাবে।

Advertisements

একটু খেয়াল করে দেখবেন সাধারণত আইসিএফ কোচে বগির শেষে বাইরের দিকে হলুদ স্ট্রাইপ (Stripes on compartment) দেওয়া থাকে। এই হলুদ ডোরাকাটা দাগ এর অর্থ হলো, এটি একটি সাধারণ অসংরক্ষিত কামরা অর্থাৎ জেনারেল আনরিজার্ভড। আপনি যদি এই চিহ্ন একবার দেখেন তাহলেই বুঝে যাবেন এটি একটি জেনারেল কামরা।

Advertisements

আরও পড়ুন ? Jio Rail App: কিপ্যাড ফোনেও এক ক্লিকে হবে ট্রেনের টিকিট বুকিং, দারুণ অ্যাপ আনলো জিও

এছাড়া অনেক সময় দেখা যায়, কামরার শুরুতে নীল সাদা স্ট্রাইপ (Stripes on compartment) থাকে। এর অর্থ কি আপনাদের জানা আছে? হয়তো কেউ কেউ জানেন আবার কেউ হয়তো একেবারেই জানেন না। এটি একটি সাধারণ কিংবা জেনারেল কামরা। পাশাপাশি যদি দেখেন EMU বা DEMU ট্রেনে সবুজ স্ট্রাইপ আছে তাহলে বুঝতে হবে ওই কামরাটি মহিলাদের জন্য সংরক্ষিত। এই ধরনের প্যাটার্নগুলি শুধুমাত্র মুম্বই ও পশ্চিম রেলওয়েতে নতুন অটো ডোর ক্লোজিং EMU-এর জন্য তৈরি করা হয়েছে।

আবার অনেক সময় EMU বা DEMU ট্রেনেও লাল রঙের স্ট্রাইপ দেখা যায়। এটিকে বলা হয় প্রথম শ্রেণির কামরা কিংবা ফার্স্ট ক্লাস কামরা। এরপর নীল বগিতে হলুদ স্ট্রাইপ থাকলে কি বুঝবেন আপনি? এই ধরনের কামরাগুলো বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য। কিন্তু ট্রেনে অনেক সময় কোনটা কি ধরনের কামরা সেটা বোঝা যায় না। তখন এই ধরনের চিহ্নগুলো আপনাকে কামরা চিনতে সহায়তা করবে। এছাড়া স্ট্রাইপগুলি ট্রেনের কামরাগুলোকে সুন্দর ভাবে দৃষ্টিনন্দন করে তুলেছে।

Advertisements