ট্রেনের বগিতে থাকা ডোরাকাটা দাগের অর্থ কি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের পাশাপাশি বিশ্বের প্রতিটি দেশের গণপরিবহনের মেরুদন্ড হল রেল পরিষেবা। ভারতের মতো দেশে প্রতিদিন কোটি কোটি মানুষ বিভিন্ন ট্রেনের উপর নির্ভরশীল। তবে প্রতিদিন এই সকল ট্রেনে তারা যাত্রা করলেও অনেক কিছু বিষয় চোখ এড়িয়ে যায়। যেমন ট্রেনের বিভিন্ন কামরার বিভিন্ন ধরনের রং ইত্যাদি। সেইরকমই ট্রেনের বগিতে লক্ষ্য করা যায় ডোরাকাটা দাগ। কিন্তু প্রশ্ন হল এই ডোরাকাটা দাগের অর্থ কি?

Advertisements

বগির বাইরে হলুদ ডোরাকাটা দাগ

Advertisements

ICF বগির শেষের দিকে এই ধরনের হলুদ ডোরাকাটা স্ট্রাইপ লক্ষ্য করা যায়। এই ধরনের দাগ দেওয়া হয়ে থাকে বিশেষ অর্থ বোঝানোর জন্য। যেসকল বগিতে এই ধরনের দাগ থাকে সেই সকল বগিগুলি আনরিজার্ভড বগি। অর্থাৎ যে সকল বগিতে এই ধরনের দাগ লক্ষ্য করা যায় সেগুলি জেনারেল বগি। অনেক সময় নীল রঙের বগিতে এমন সাদা স্ট্রাইপ লক্ষ্য করা যায়। সেগুলির মাধ্যমে বোঝানো হয় এই বগিগুলি জেনারেল বগি।

Advertisements

EMU/DEMU বগিতে সবুজ স্ট্রাইপ

EMU/DEMU ট্রেনের বগিতে সবুজ স্ট্রাইপ লক্ষ্য করা যায়। এই ধরনের স্ট্রাইপ যেসকল বগিতে রয়েছে সেই সকল বগি লেডিস কম্পার্টমেন্ট বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তবে এই প্যাট্রন কেবলমাত্র মুম্বই এবং পশ্চিম রেলওয়ের নতুন অটো ডোর ক্লোজিং EMU ট্রেনের বগিতে লক্ষ্য করা যায়।

EMU/DEMU ট্রেনের বগিতে লাল রঙের স্ট্রাইপ

অনেক EMU/DEMU ট্রেনের বগিতে লাল রঙের স্ট্রাইপ লক্ষ্য করা যায়। এই ধরনের টাইপ ব্যবহার করা হয়ে থাকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট বোঝানোর জন্য। আবার বিশেষভাবে সক্ষমদের জন্য নীল বগিতে হলুদ স্ট্রাইপ ব্যবহার করা হয়ে থাকে।

Advertisements