হোলিতে রাজ্যে মদের ফোয়ারা, ৬ কোটি টাকার লেনদেন কেবল এই দুই জেলায়

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দোল অথবা হোলি মানেই হল একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন। এই দিনে রং দিয়ে একে অপরকে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি চোখ রাঙানোর জন্য মদ বিক্রিরও কমতি নেই। ঠিক সেই রকমই অন্যান্য বছরের তুলনায় এই বছর হোলিতে রাজ্যে রেকর্ড পরিমাণ মত বিক্রি হলো, যা দেখে বলা যেতে পারে মদের (Liquor) ফোয়ারা বয়েছে রাজ্যে (West Bengal)।

সূত্র মারফত জানা যাচ্ছে এই বছর হোলিতে গত বছরের তুলনায় ৩০ থেকে ৩৫ শতাংশ মদ বেশি বিক্রি হয়েছে। স্বাভাবিকভাবেই বলা যেতে পারে কোষাগারে বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে এবার হোলিতে। এমনকি যে সকল মদ বিক্রেতারা রয়েছেন তারাও এবারের লেনদেন দেখে খুশিতেই বলেছেন, গত বছরের তুলনায় বিক্রি বাটা অনেক বেশি।

আবার জানা যাচ্ছে এই বছর যে পরিমাণ মদ বিক্রি হয়েছে হোলির মরশুমে তার মধ্যে আবার বিয়ার সবচেয়ে বেশি। বিয়ার বিক্রির পরিমাণ ৫০ শতাংশ এবং তারপরেই রয়েছে ভদকা। অন্যদিকে রাজ্যে বিক্রিত মদের মধ্যে যদি জেলার দিকে তাকানো হয় তাহলে কেবলমাত্র দুটি জেলাতেই বিক্রি হয়েছে ৬ কোটি টাকার মদ।

পরিসংখ্যান অনুযায়ী দোলের সপ্তাহে সোমবার, মঙ্গলবার এবং বুধবার ঝাড়গ্রামে প্রায় দু’কোটি টাকার লেনদেন হয়েছে। একইভাবে পুরুলিয়ায় দোল এবং হোলির দিন মদ বিক্রি হয়েছে, প্রায় চার কোটি টাকার। গত দু’বছর করোনা ভীতির কারণে নমঃ নমঃ করে পেরিয়ে গিয়েছিল দোল এবং হোলি। এবার যেন সুদে আসলে সবকিছু তুলে ফেললেন রাজ্যের বাসিন্দারা।

তবে শুধু পশ্চিমবঙ্গে মদের ফোয়ারা রয়েছে এমন নয়। এর পাশাপাশি অন্যান্য রাজ্যগুলিতেও দোল এবং হোলি উপলক্ষে যে পরিমাণ মদ বিক্রি হয়েছে তা অন্যান্য বছরের রেকর্ডকে ভেঙেছে। দিল্লিতে মদ বিক্রি হয়েছে ২৩৮ কোটি টাকার। অসমে বিক্রি হয়েছে ১০ কোটি ৬২ লক্ষ টাকার।