নিজস্ব প্রতিবেদন : চতুর্থ দফার নির্বাচন থেকেই রাজ্য রাজনীতি কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে কোচবিহারের শীতলকুচি। যেখানে দুটি এলাকায় ভোটের সময় পাঁচজনকে প্রাণ হারাতে হয়। আর এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরও কড়া হতে চলেছে নির্বাচন কমিশন। পঞ্চম দফা ভোটের আগেই রাজ্যে রেকর্ড সংখ্যক লক্ষাধিক আধাসেনা মোতায়েন করতে চলেছে কমিশন।
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১৭ এপ্রিল রাজ্যের যে ৬ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে সেই সকল এলাকায় ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। আর এই বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে কেবল মাত্র ভোটের কাজ করার জন্য। তবে এই বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি বাহিনীকে শীতলকুচির ঘটনার পর আরও ধৈর্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।
যে সকল এলাকায় এই বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা সম্পর্কে কমিশন সূত্রে জানা গিয়েছে তা হল, ৬৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকলে উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলায়। বারাকপুরে থাকবে ৬১ কোম্পানি। বসিরহাটে থাকবে ১০৭ কোম্পানি। বিধাননগরে ৪৬ কোম্পানি আধাসেনা মোতায়েন থাকবে। দার্জিলিংয়ে থাকবে ৬৮ কোম্পানি। জলপাইগুড়িতে থাকবে ১২২ কোম্পানি। কালিম্পংয়ে থাকবে ২১ কোম্পানি। শিলিগুড়িতে থাকবে ৫৩ কোম্পানি। নদিয়ার কৃষ্ণনগরে থাকবে ১১ ও রানাঘাটে থাকবে ১৪০ কোম্পানি আধাসেনা। পূর্ব বর্ধমানে মোতায়েন থাকবে ১৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
[aaroporuntag]
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে পঞ্চম দফার নির্বাচনে যে সকল এলাকায় ভোটগ্রহণ রয়েছে তাদের মধ্যে একাধিক এলাকার ইতিহাস ভালো নয়। যেমন ভাটপাড়া, রাজারহাট-নিউটাউন, শাসন, দেগঙ্গা, বসিরহাট। এই সকল এলাকাগুলি নির্বাচন কমিশন অতি স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করেছে। পরিস্থিতি নজরে রেখে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে গোলমালকারীদের অবিলম্বে গারদে পোড়ার পাশাপাশি সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।