ভেঙে গেল সব রেকর্ড, দেশে একদিনে করোনা আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর ঠিক এই সময় থেকেই দেশে প্রথম বাড়াতে শুরু করেছিল করোনাভাইরাস। আর বছর ঘুরতে না ঘুরতেই সেই স্মৃতি সকলের সামনে ফুটে উঠেছে। ফের একবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বিভীষিকাময় দিনগুলিকে স্মরণ করিয়ে দিচ্ছে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দেশে যে সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার সমস্ত রেকর্ড ভেঙে সর্বকালের রেকর্ডে পরিণত হল। পাশাপাশি বেড়েছে প্রাণহানির সংখ্যাও।

Advertisements

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন। এই আক্রান্তের সংখ্যা অধিকাংশই মহারাষ্ট্র থেকে। আর এই বিপুলসংখ্যক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন। পাশাপাশি একই দিনে দেশে করোনায় প্রাণ হারালেন ৬৩০ জন। মোট প্রাণহানির সংখ্যা পৌঁছে গেল ১ লক্ষ ৬৬ হাজার ১৭৭ তে। আক্রান্ত এবং প্রাণহানি দুয়ের সংখ্যায় অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি।

Advertisements

দেশে ইতিমধ্যেই বেশ কয়েক মাস ধরেই শুরু হয়েছে ভ্যাকসিন প্রদান। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সেই ভ্যাকসিন প্রদানকে দিনদিন মলিন করে দিচ্ছে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রশাসনিকভাবে বাড়ছে চাপ। অন্যদিকে এইভাবে সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের রাজ্যগুলির প্রশাসকদের সাথে বৈঠক করে তা ঠেকানোর উপায় বের করার পথে হাঁটছেন। আর এসবের পরেই ফের একবার সাধারণ মানুষদের মধ্যে দুশ্চিন্তা ঢুকতে শুরু করেছে লকডাউন নিয়ে।

Advertisements

ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্য স্থানীয় বিশেষে আইনে কড়াকড়ি, লকডাউন এবং নাইট কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে। এমত অবস্থায় সাধারণভাবেই আতঙ্ক বাড়ছে দেশজুড়ে লকডাউনের। যদিও কেন্দ্রের তরফ থেকে এখনই লকডাউন জারি করার কোনো রকম সিদ্ধান্ত নেয়নি অথবা সম্পূর্ণ লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটাও জানানো হয়নি।

[aaroporuntag]
তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই দেশের সাধারণ মানুষকে সর্তকতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি একাধিক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়মে কড়াকড়ি করা হয়েছে।

Advertisements