Test Cricket Record: টেস্ট ম্যাচে সেঞ্চুরি ১০০-র বেশি স্ট্রাইকরেটে, দেখে নিন তালিকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Test Cricket Record: বিশ্ব ক্রিকেটের মধ্যে টেস্ট ক্রিকেট হল এমন একটি ম্যাচ যা ক্রিকেটারদের দক্ষতা এবং ধৈর্যের পরীক্ষা নেয়। ব্যাটসম্যান এবং বোলারদের ওপর থাকে অতিরিক্ত চাপ। তবে এই চাপকে জয় করে ব্যতিক্রমী ক্রিকেট খেলে নজির গড়ে তুলেছেন বহু ক্রিকেটার। এখন যেমন ইংল্যান্ডের বাজ়বল স্টাইল। টেস্ট ও খেলে ওয়ান ডে মেজাজে। কখনও আবার টি-টোয়েন্টি মেজাজেও। তবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি মুখের কথা নয়। এরজন্য পার করতে হয় বহু পরীক্ষা। বিশ্ব ক্রিকেটের ইতিহাস ঘাটলে দেখতে পাবেন বহু ক্রিকেটার ১০০-র বেশি স্ট্রাইকরেটেও সেঞ্চুরি করেছেন! কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছেন তারা? কারা আছেন এই তালিকায়? সবকিছুই জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

Advertisements
কপিল দেব

ভারতীয় ক্রিকেটার হিসেবে কুপিল দেব সবার মনে জায়গা করে নিয়েছেন। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক ১০০-র বেশি স্ট্রাইকরেটে তিনটি সেঞ্চুরি করেছিলেন টেস্ট ক্রিকেটে (Test Cricket Record)।

Advertisements
মহম্মদ আজহারউদ্দিন

এই তালিকায় আরেকটি উল্লেখযোগ্য নাম হলো প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। টেস্ট ক্রিকেটে একশোর বেশি স্ট্রাইকরেটে ৩টি সেঞ্চুরি রয়েছে আজহারের।

Advertisements
অ্যাডাম গিলক্রিস্ট

অ্যাডাম গিলক্রিস্ট এর নাম জানেন না এমন লোক গোটা বিশ্বে পাওয়া যাবে না। উইকেট কিপারের সংজ্ঞা বদলে দিয়েছিলেন গিলক্রিস্ট। কিপিংয়ে তার ফল অত্যন্ত ভালো। ব্যাটসম্যান হিসেবে নজর সৃষ্টি করেছেন তিনি। মিডল অর্ডারে তার পারফরমেন্স অবাক করত দর্শকদের। টেস্ট কেরিয়ারে (Test Cricket Record) সাত বার ১০০-র বেশি স্ট্রাইকরেটে সেঞ্চুরি করেছেন অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট।

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার সদ্য প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নারও টেস্ট ক্রিকেটে (Test Cricket Record) ৬ বার একশোর বেশি স্ট্রাইকরেটে সেঞ্চুরি করেছেন।

বীরেন্দ্র সেওয়াগ

তালিকাতে এরপরেই দেখতে পাবেন একজন উল্লেখযোগ্য ক্রিকেটারের নাম। ভারতের প্রাক্তন ওপেনার তিনি। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তার সম্পর্কে বলতেন, টেস্টে সাধারণত ওপেনাররা বল ছেড়ে পুরনো করতেন, কিন্তু বীরেন্দ্র সেওয়াগের ক্ষেত্রে বিষয়টা ছিল ও মেরে মেরে বল পুরনো করত। একশোর বেশি স্ট্রাইকরেটে ৬টি সেঞ্চুরি করেছেন বীরেন্দ্র সেওয়াগ।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান নামটা শুনলেই যেন সারা শরীরে এক উন্মাদনা সৃষ্টি হয়। সদ্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শিখর ধাওয়ান। টেস্ট ক্রিকেটে সীমিত সুযোগ পেয়েও তার দক্ষতা দেখিয়েছেন। সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে তার সাফল্য চোখে পড়ার মতো। একশোর বেশি স্ট্রাইকরেটে টেস্টে তিনটি সেঞ্চুরি রয়েছে গব্বরের।

ব্রেন্ডন ম্যাকালাম

বর্তমানে তিনি ইংল্যান্ড টেস্ট টিমের কোচ। ব্রেন্ডন ম্যাকালাম ছিলেন একজন বিধ্বংসী ব্যাটার। তাঁর নাম এবং খেলার স্টাইল থেকেই ইংল্যান্ডের বাজ়বলের উৎপত্তি। তিনি নিজে টেস্টে (Test Cricket Record) তিন বার একশোর বেশি স্ট্রাইকরেটে সেঞ্চুরি করেছেন।

ইয়ান বথাম

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বথামের নাম নিশ্চয়ই শুনেছেন। একশোর বেশি স্ট্রাইকরেটে তিনটি টেস্ট সেঞ্চুরি রয়েছে। বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে জায়গা করেছেন বথাম।

তালিকা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও এই তালিকার অন্তর্ভুক্ত। সাদা বলের ক্রিকেটেই শুধু নয়, টেস্টেও বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন এই ক্রিকেটার। তিনি একশোর বেশি স্ট্রাইকরেটে তিনটি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

Advertisements