একদিনে রেকর্ড বৃদ্ধি, ভারতে মোট করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন যে হারে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে ভেঙে যাচ্ছে পূর্বের সমস্ত রেকর্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া শনিবারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট রোগীর সংখ্যা বেড়েছে ১৪,৫১৬। গত ২৪ ঘন্টায় যে সংখ্যক করোনা রোগী দেশে ধরা পড়েছে তা এই যাবত একদিনের হিসাব অনুযায়ী সর্বাধিক। আর এর পরেই ভারত মোট করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ছুঁইছুঁই। বর্তমানে দেশের মোট করোনা রোগীর সংখ্যা হল ৩,৯৫,০৪৮। মোট রোগীর সংখ্যার নিরিখে ভারত বিশ্বে আমেরিকা, ব্রাজিল, রাশিয়ার পর চতুর্থ স্থানে অবস্থান করছে।

Advertisements

Advertisements

এদিকে গত শুক্রবার দেখা গিয়েছিল দেশে ২৪ ঘন্টায় বিপুল সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু শনিবার রেকর্ড সংখ্যক রোগী বৃদ্ধি হলেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা গতদিনের তুলনায় কম। আগের দিন দেশে মোট ১০ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। কিন্তু শনিবারে রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১২০ জন। সুতরাং শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা রোগীর সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়লেও সুস্থ হয়ে ওঠার সংখ্যা গতদিনের তুলনায় ১২৬৬ জন কম। স্বাভাবিকভাবেই এমনটার পর দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গেল। গতকাল দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ছিল ১,৬৩,২৪৮। আর এদিন এই অ্যাক্টিভ রোগীর সংখ্যাটা হয়ে দাঁড়ালো ১,৬৮,২৬৯।

Advertisements

গত ২৪ ঘন্টায় দেশে প্রাণ হারানোর সংখ্যাটাও অনেকটাই বেশি। ২৪ ঘন্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪১১ জন। আর এরপর দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২,৯৪৮। প্রাণ হারানোর সংখ্যার নিরিখে ভারত বিশ্বে ৮ নম্বর স্থানে রয়েছে। ভারতের আগে রয়েছে আমেরিকা, ব্রাজিল, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, স্পেন, মেক্সিকো।

ভারতে সবথেকে বেশি করোনা রোগী মহারাষ্ট্র থেকে। যে রাজ্য থেকে মোট রোগীর সংখ্যা ১,২৪,৩৩১। এরপরেই রয়েছে তামিলনাড়ু, মোট রোগীর সংখ্যা ৫৪,৪৪৯। দিল্লি রয়েছে তৃতীয় স্থানে, মোট রোগীর সংখ্যা ৫৩,১১৬। গুজরাত রয়েছে চতুর্থ স্থানে, মোট রোগীর সংখ্যা ২৬,১৪১। এর পরে পরেই রয়েছে উত্তর প্রদেশ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ।

Advertisements