Record Temperature Decreased in South Bengal: স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কম, মার্চে দক্ষিণবঙ্গে খেল দেখাল তাপমাত্রা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের ২০ তারিখ, যে সময় প্রায় অধিকাংশ বছরই দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের শীতবস্ত্র সরিয়ে ফ্যান, এসি চালাতে হয়। কিন্তু এই বছর আবহাওয়া এমন খেল দেখালো যে ফের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার বাসিন্দাদের পুনরায় গায়ে দিতে হয়েছে শীতবস্ত্র। এর পিছনে রয়েছে বৃষ্টির কারণে আচমকা তাপমাত্রার বিরাট পতন (Record Temperature Decreased in South Bengal)।

Advertisements

দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গে প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল আর বুধবার প্রায় দিনভর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাই বৃষ্টির মুখোমুখি হয়। এই বৃষ্টিতেই কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ১৩ ডিগ্রি কমেছে, আবার কোন কোন জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ১২ ডিগ্রি কমেছে। স্বাভাবিকভাবেই এই বিশাল ফারাক শীতের আমেজ ফিরিয়ে এনেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

Advertisements

মার্চ মাসে এমন আবহাওয়া দেখা যাবে তা হয়তো দক্ষিণবঙ্গের বাসিন্দারা কখনোই ভেবে উঠতে পারেন নি। এমনকি আলিপুর হাওয়া অফিস তাদের বিভিন্ন রেকর্ড খুঁজে জানিয়েছে, শেষ ৫৪ বছরে এমন পরিস্থিতি খুব কম সময় হতে দেখা গিয়েছে এবং বুধবার ছিল ৫৪ বছরের দ্বিতীয় শীতলতম দিন। এর আগে ২৩ সালের ১৩ মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াসে। এখন দেখে নেওয়া যাক, এমন বৃষ্টির ফলে কোন জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় কতটা নেমেছে!

Advertisements

আরও পড়ুন ? Jio AirFiber Plus Dhan Dhana Dhan offer: জিও নিয়ে এলো Jio AirFiber Dhan Dhana Dhan অফার, তিনগুণ স্পিডে দৌঁড়াবে ইন্টারনেট

বুধবার আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি কম। মুর্শিদাবাদের বহরমপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৯ ডিগ্রি কম। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ছিল ১৩ ডিগ্রি কম। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১০ ডিগ্রি কম। দিঘার সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়ে ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের তুলনায় ১১ ডিগ্রি কম।

অন্যদিকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১৩ ডিগ্রী কম। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩° সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। বীরভূমের শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা নেমেছিল ২২ ডিগ্রিতে এবং তা স্বাভাবিকের তুলনায় ১২ ডিগ্রি কম ছিল। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রী কম।

Advertisements