স্বস্তির খবর, রাজ্যের তরতরিয়ে কমলো করোনা আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ দেড় মাসের বেশি অস্বস্তিকর পরিস্থিতি বজায় রাখার পর অবশেষে করোনা সংক্রমণ নিয়ে রাজ্যে ফিরলো স্বস্তি। তরতরিয়ে আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে প্রাণহানির সংখ্যাও। আর এই পরিসংখ্যান দেখেই আশার আলো দেখছেন রাজ্যের বাসিন্দারা। তবে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমলেও সব সময় সর্তকতা অবলম্বন করে চলতে হবে। আর তা না হলে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমবঙ্গের গত ২৪ ঘন্টায় করোনা পরিসংখ্যান অনুযায়ী নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৮৪ জন। যে সংখ্যাটা কয়েকদিন আগে পর্যন্ত ছিল হাজার হাজার। আক্রান্তের সংখ্যা কম আর সাথে সাথে কমেছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণহানি হয়েছে ৫৩ জনের। পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১২৮ জন।

এযাবত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭। আক্রান্তের সংখ্যা পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৪১ হাজার ৩৪৩ জন। মোট মৃতের সংখ্যা ১৭,৩৪৮। বর্তমানে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ১৬।

তবে এই পরিসংখ্যানে উল্লেখযোগ্য বিষয় হলো গত ২৪ ঘন্টায় রাজ্যের ১১ জেলায় কোন রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। যে সকল জেলায় প্রাণহানির ঘটনা ঘটেনি সেই জেলাগুলি হল আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান।

এইসকল জেলাগুলিতে যেমন প্রাণহানির সংখ্যা কমেছে ঠিক তেমনই সংক্রমণের সংখ্যাও অনেকটাই কমেছে। পাশাপাশি করোনা সংক্রমণ রুখে দেওয়া এবং সম্ভাব্য করোনার তৃতীয় ঢেউ ঠেকানোর জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে পুনরায় কনটেইনমেন্ট জোন ফিরিয়ে আনা হয়েছে। রাজ্য সরকারের সেই ঘোষণা অনুযায়ী একাধিক জেলা প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। তবে মনে রাখতে হবে, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি করোনা থেকে জয়লাভের জন্য প্রয়োজন আমাদের মানসিক প্রস্তুতি এবং তৎপরতাও।