অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনায় হনুমানজির শরণাপন্ন অনুগামীরা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ৬ এপ্রিল, বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। গরু পাচার কাণ্ডে পঞ্চম বার তলব পেয়ে কলকাতার ফ্ল্যাট থেকে বের হওয়ার পর নিজাম প্যালেসের দিকে এগোলেও তার গাড়ি নাটকীয় মোড় নিয়ে পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে। হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এরপর থেকেই অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারপর থেকেই তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রত্যেকেই তার সুস্থ হয়ে বাড়ি ফেরার দিকে তাকিয়ে থাকলেও দিন কয়েক আগে হঠাৎ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, তার অণ্ডকোষে সংক্রমণ হয়েছে। যে কারণে আপাতত তাকে হাসপাতালে থাকতেই হবে।

তবে তার অনুরাগীরা চান বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল যেন দ্রুত আরোগ্য লাভ করে বাড়ি ফিরে আসেন। এরই পরিপ্রেক্ষিতে বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হোম যজ্ঞের আয়োজন করা হচ্ছে। সেইরকমই শনিবার হনুমান জয়ন্তীতে বীরভূমের এই দাপুটে নেতারা আরোগ্য কামনায় হনুমানজির শরণাপন্ন হলেন তৃণমূল নেতাকর্মীরা।

সিউড়ির চৈতালি মোড়ের কাছে থাকা হনুমান মন্দিরে অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনায় বিশাল ধুমধাম করে পুজো অর্চনার এবং যজ্ঞের আয়োজন করা হয়। সিউড়ী শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যাগযজ্ঞের আয়োজন করে অনুব্রত মণ্ডলের সুস্থ কামনা করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ সিউড়ির তৃণমূল কর্মী সমর্থকরা।

পুজো শেষে বিকাশ রায় চৌধুরী জানান, “আপনারা প্রত্যেকেই জানেন বীরভূম জেলার উন্নয়নের কান্ডারী অনুব্রত মণ্ডল হাসপাতালে ভর্তি আছেন অসুস্থ হয়ে। তার আরোগ্য কামনায় আজকের এই শুভ দিনে পূজা অর্চনা এবং হোম যজ্ঞের আয়োজন করা হলো। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন সে জন্যই এই আয়োজন।”